Gajendra Singh Shekhawat: কেন গেহলটের সঙ্গে একমঞ্চে ছিলেন? সত্তা সম্মেলনে এসে জানালেন গজেন্দ্র শেখাওয়াত

Gajendra Singh Shekhawat: হেরে গিয়েছেন, তাঁর হাতে প্রচুর সময় থাকবে। যখন তিনি ফাঁকা থাকবেন, তখন আমি অবশ্যই তাঁর কাছে যাদু শিখতে যাব। অশোক গেহলটের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এমনটাই বললেন গজেন্দ্র শেখাওয়াত।

Gajendra Singh Shekhawat: কেন গেহলটের সঙ্গে একমঞ্চে ছিলেন? সত্তা সম্মেলনে এসে জানালেন গজেন্দ্র শেখাওয়াত
গজেন্দ্র সিং শেখাওয়াতImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 5:17 PM

নয়া দিল্লি: অশোক গেহলটের দীর্ঘদিনের রাজনৈতিক জীবন। তাঁর কাছ থেকে যাদু শিখতে চাই। এমনটাই বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গেহলটের বিরুদ্ধেই আক্রমণে শান দিলেন তিনি। TV9 নেটওয়ার্কের সত্তা সম্মেলনে উপস্থিত হয়ে তিনি উল্লেখ করেন, কী কারণে তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল অশোক গেহলটকে।

গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন,  “আমি রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম যে উনি নির্বাচনে হেরে যাবেন। এখন তিনি নির্বাচনে হেরে গিয়েছেন। তাঁর দাবি, এর আগে রাজ্যে নির্বাচনে হেরে গেলে দিল্লিতে গিয়ে দলীয় সংগঠনের কাজ শুরু করতেন গেহলট, কিন্তু এবার তা করছেন না কারণ মুখ্যমন্ত্রী থাকাকালীন নেতৃত্বের প্রতি তিনি যে ধরনের মনোভাব পোষণ করেছিলেন তাতে আর দিল্লিতে যেতে পারছেন না।” শেখাওয়াত আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে তাঁর হাতে প্রচুর সময় থাকবে। যখন তিনি ফাঁকা থাকবেন, তখন আমি অবশ্যই তাঁর কাছে যাদু শিখতে যাব।’

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘গেহলটের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই।’ অশোক গেহলটের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। তখন মঞ্চে উপস্থিত ছিলেন নয়া মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। উপস্থিত ছিলেন অমিত শাহ, বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ বহু নেতা। আমিও সেখানে উপস্থিত ছিলাম। মঞ্চে যদি কোনও বিরোধী নেতা থাকেন তাহলে তিনি ছিলেন অশোক গেহলট।”

কাকতালীয়ভাবে তাঁর ও অশোক গেহলটের আসন পাশাপাশি ছিল বলে জানিয়েছেন শেখাওয়াত। তিনি বলেন, “আমরা হয়ত ভিন্ন রাজনৈতিক দলের মানুষ। দেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন। তবে পারস্পরিক শত্রুতা নেই। আমাদের বৈঠক নিয়ে মিডিয়ায় অনেক কথা বলা হয়েছে। এই বৈঠক নিয়ে অনেকেই আমাদের অনেক প্রশ্ন করেছেন।”