মহারাষ্ট্রেই সর্বাধিক আক্রান্তের খোঁজ, সংক্রমণ বৃদ্ধিতে ‘ডেল্টা প্লাস’কেই কি দায়ী করছে কেন্দ্র?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট তুলে দরে ডঃ ভিকে পাল জানান, করোনার বাকি ভ্যারিয়েন্টগুলির তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টই অতি সংক্রামক। যেখানে আলফা ভ্যারিয়েন্টের সংক্রমণ হার ৬০ শতাংশ ছিল, সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হার আলফা ভ্যারিয়েন্টেরও তুলনায় ৬০ শতাংশ বেশি।
নয়া দিল্লি: দেশে ডেল্টার পাশাপাশি মিলছে ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্টের খোঁজও। ইতিমধ্যেই দেশে ৮৬টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের নমুনা মিলেছে। তবে দেশের সংক্রমণ বৃদ্ধির কারণ এই নতুন ভ্যারিয়েন্ট, এ কথা মানতে রাজি নয় কেন্দ্র।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোলের প্রধান সুজিত সিং জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ৮৬ টি নমুনায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মধ্যে চারটি ধরন দেখা গিয়েছে। এগুলি হল AY1 (B.1.617.2.1), AY2, AY3 ও আরও একটি সাব লাইনেজ, যার খোঁজ কেবল মহারাষ্ট্রেই মিলেছে। দেশের মধ্যেও ডেল্টা প্লাসে সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রেই, সেখানে ৩৪জন ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরই মধ্য প্রদেশে ১১ জন ও তামিলনাড়ুতে ১০ জনের নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে।
মার্চ থেকে দেশজুড়ে মোট ৮৬টি ডেল্টা প্লাসের নমুনা মিললেও কোনও রাজ্যে কেবল এই ভ্য়ারিয়েন্টের কারণেই সংক্রমণ বৃদ্ধি হয়নি, সুতরাং এই ভ্যারিয়েন্টের কারণে দেশের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তা বলা যায় না। নীতি আয়োগের কর্তা ডঃ ভিকে পালও বলেন,”ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ভয়ঙ্কর কোনও ভ্য়ারিয়েন্টের সংক্রমণের কোনও খোঁজ মেলেনি। জিনোম সিকোয়েন্স করা ৮০ থেকে ৯০ শতাংশ নমুনাই ডেল্টা ভ্যারিয়েন্টের মিলেছে। গোটা দেশ তথা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট তুলে দরে ডঃ ভিকে পাল জানান, করোনার বাকি ভ্যারিয়েন্টগুলির তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টই অতি সংক্রামক। যেখানে আলফা ভ্যারিয়েন্টের সংক্রমণ হার ৬০ শতাংশ ছিল, সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হার আলফা ভ্যারিয়েন্টেরও তুলনায় ৬০ শতাংশ বেশি। আরও পড়ুন: ‘পুলিশের সঙ্গে দুর্ব্যবহার’, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে FIR