Tomato Price: বাজারে দাম ১৬০ টাকা, সস্তায় টমাটো দিচ্ছে সরকার, দাম কত জানুন

গত মাসেই দেশে টমাটোর দাম ১৫০-১৬০ টাকা প্রতি কেজি হয়েছিল। দেশের কোনও কোনও প্রান্তে তা ২০০ টাকাও পার করেছিল। যে টমাটোর প্রতি কিলোর দাম ৩০-৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেই টমাটোর এই দামে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের রান্নাঘরে টমাটো হয়েছিল উধাও।

Tomato Price: বাজারে দাম ১৬০ টাকা, সস্তায় টমাটো দিচ্ছে সরকার, দাম কত জানুন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 4:28 PM

নয়াদিল্লি: গত এক মাস ধরে অস্বাভাবিক হারে বেড়েছে টমাটোর দাম। গোটা দেশেই তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে কম দামে টমাটো বিক্রির উদ্যোগ নিল কেন্দ্র। নয়াদিল্লি, লখনউ, পটনার মতো দেশের বেশ কিছু বড় শহরে কম দামে টমাটো বিক্রি করবে সরকার। ভর্তুকি দেওয়া ওই টমাটো ৯০ টাকা প্রতি কিলো দরে বিক্রি করা হবে। তবে কোনও ব্যক্তি যত খুশি টমাটো কিনতে পারবেন না। এক জন ব্যক্তি সর্বোচ্চ ২ কেজি টমাটো কিনতে পারবেন বলে জানা গিয়েছে। কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন মান্ডি থেকে ইতিমধ্যেই প্রচুর টমাটো এসে পৌঁছেছে নয়াদিল্লিতে।

শুক্রবার থেকে নয়াদিল্লির বিভিন্ন রিটেল স্টোরে কম দামে টমাটো বিক্রি শুরু হয়েছে। নয়ডায় রজনীগন্ধা চকের এনসিসিএফ অফিস থেকে ৯০ টাকা প্রতি কেজি দরে টমাটো বিক্রি করা হবে। এ ছাড়াও বিভিন্ন মোবাইল ভ্যানের মাধ্যমেও গ্রেটার নয়ডা-সহ দিল্লির একাধিক এলাকায় বিক্রি করা হবে টমাটো। এনসিসিএফ নয়াদিল্লি ছাড়াও লখনউ, কানপুর, জয়পুরের মতো শহরেও এই সপ্তাহান্ত থেকে ভর্তুকিযুক্ত দামে টমাটো বিক্রি শুরু করবে। আগামী কয়েক দিনে ১৭ হাজার কিলোগ্রাম টমাটো বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

গত মাসেই দেশে টমাটোর দাম ১৫০-১৬০ টাকা প্রতি কেজি হয়েছিল। দেশের কোনও কোনও প্রান্তে তা ২০০ টাকাও পার করেছিল। যে টমাটোর প্রতি কিলোর দাম ৩০-৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেই টমাটোর এই দামে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের রান্নাঘরে টমাটো হয়েছিল উধাও। এই পরিস্থিতিতেই ভর্তুকি দিয়ে এই টমাটো বিক্রির উদ্যোগ নেওয়া হল। এ নিয়ে এনসিসিএফ-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যানিস জোশেফ চন্দ্রা বলেছেন, “আমরা ৯০ টাকা কেজি দরে টমাটো বিক্রি করছি। ভর্তুকির এই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে।”