Brij Bhushan Singh: যৌনতার উদ্দেশ্য ছাড়া পালস পরীক্ষা অপরাধ নয়: ব্রিজ ভূষণ

রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ৬ কুস্তিবিদ। সেই ঘটনার পর থেকে বহু জল গড়িয়েছে। দিল্লিতে দিনের পর দিন ধরনায় বসেছিলেন অভিযোগকারিণীরা। তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েক জন অ্যাথলিট। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা’ বলেছিলেন ব্রিজ ভূষণ।

Brij Bhushan Singh: যৌনতার উদ্দেশ্য ছাড়া পালস পরীক্ষা অপরাধ নয়: ব্রিজ ভূষণ
ব্রিজ ভূষণImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 8:12 PM

নয়াদিল্লি: যৌনতার উদ্দেশ্য না নিয়ে কারও পালস পরীক্ষা করা কোনও অপরাধ নয়। সোমবার দিল্লি হাইকোর্টে এ কথা বললেন বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ সিং। তাঁর আইনজীবী রাজীব মোহন আদালতে জানিয়েছেন, ব্রিজ ভূষণ কেবল পালসই পরীক্ষা করেছিলেন। ৬ জন কুস্তিবিদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই মামলার শুনানিতেই এই কথা বলেছেন ব্রিজ ভূষণ। বৃহস্পতিবার ফের ওই শুনানি হবে।

ব্রিজ ভূষণের আইনজীবী মোহন আদালতে জানিয়েছেন, ২১ এপ্রিলের আগে ব্রিজ ভূষণের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তিনি আদালতে আরও জানিয়েছেন, ওভারসাইট কমিটির সামনে কোনও অভিযোগ দায়ের হয়নি।

প্রসঙ্গত, রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ৬ কুস্তিবিদ। সেই ঘটনার পর থেকে বহু জল গড়িয়েছে। দিল্লিতে দিনের পর দিন ধরনায় বসেছিলেন অভিযোগকারিণীরা। তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েক জন অ্যাথলিট। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা’ বলেছিলেন ব্রিজ ভূষণ। সেই অভিযোগ নিয়েই মামলা চলছে দিল্লি হাইকোর্টে।