Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় মমতাকে চিঠি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর
Chhatisgarh CM writes letter to CM Mamata Banerjee: সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীও। মঙ্গলবারই সন্দেশখালির ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এভাবে কোনও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার ঘটনা সাধারণত নজিরবিহীন।
নয়া দিল্লি: সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে দিল্লিতেও। সমগ্র ঘটনা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনও প্রতিনিধি পাঠিয়েছে। এবার এই ঘটনা নিয়ে সরব হলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীও। মঙ্গলবারই সন্দেশখালির ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এভাবে কোনও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার ঘটনা সাধারণত নজিরবিহীন।
সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে অভিযোগ তুলে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। চিঠিতে তিনি লিখেছেন, সন্দেশখালিতে পিছিয়ে পড়া জনজাতির ৫০-এর বেশি মহিলার উপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা করেছি। তুষ্টিকরণ এবং ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সন্দেশখালি ঘটনার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের নামও চিঠিতে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। শাহজাহান-সহ বাকি দোষীদের রাজনৈতিক আশ্রয় না দিয়ে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছেন বিষ্ণুদেও সাই।
যদিও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তাঁর পাল্টা কটাক্ষ, “আপনি নিজের রাজ্যে কি হচ্ছে দেখুন। আপনি জনজাতি আদিবাসী মহিলাদের নিয়ে কথা বলছেন, মণিপুর নিয়ে কেন বলছেন না।” ছত্তীসগঢ়ে এযাবৎকালে কী কী ঘটনা ঘটেছে, সেটা একেবারে তালিকা করে তুলে ধরলেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল।
প্রসঙ্গত, জমি দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গেলেই গন্ডগোলের সূত্রপাত। শাহজাহানের সাগরেদরা ইডি আধিকারিকদের মারধর করে বলে অভিযোগ। এরপর অবশ্য শাহজাহানের গ্রেফতারির দাবি তুলে রাস্তায় নামে গ্রামের মহিলারা। এখনও তাঁদের আন্দোলন থামেনি। তিন তৃণমূল নেতা- উত্তম সর্দার, শিবু হাজরা এবং অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন-সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে এই তিনজন গ্রেফতার হলেও এখনও অধরা শাহজাহান।