CDS Bipin Rawat: ‘আফগানিস্তানের প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও’, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ সেনা প্রধানের

Afghanistan Situation Effect on Jammu-Kashmir: সেনা প্রধান বলেন, "যদি প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেন, তবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা সম্ভব। আপনাদের পাড়ায় অনেকেই এসে থাকছেন, তারা কারা বা কোথা থেকে এসেছেন, সে বিষয়ে জানা উচিত আপনাদের।"

CDS Bipin Rawat: 'আফগানিস্তানের প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও', দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ সেনা প্রধানের
সেনা প্রধান বিপিন রাওয়াত। ছবি: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 8:47 AM

গুয়াহাটি: আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতির প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও (Jammu Kashmir)। শনিবার এমনটাই বলে উদ্বেগ প্রকাশ করলেন সেনা প্রধান (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat)। তিনি বললেন, “আফগানিস্তানে যা হচ্ছে, তার প্রভাব জম্মু-কাশ্মীরেও পড়তে পারে। আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।”

অসমের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, “আফগানিস্তানে কী হচ্ছে, তা সবারই জানা। এর প্রভাব জম্মু-কাশ্মীরের উপরও পড়তে পারে। আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে। সীমান্তগুলি সিল করা এবং কড়া নজরদারি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে কে বা কারা আসছে, তার উপর কড়া নজর রাখতে হবে। নিয়মিত পরীক্ষা চালাতে হবে।”

নিরাপত্তার কড়াকড়ির বোঝা সাধারণ মানুষ ও পর্যটকদের বইতে হচ্ছে, সে কথাও উল্লেখ করে সেনা প্রধান অনুরোধ করেন, সকলে যেন এই বিষয়টি বোঝেন যে তাদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থেই এই কঠোর ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।  দেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়েও সাধারণ নাগরিকদের অবগত হওয়া উচিত বলে জানান জেনারেল বিপিন রাওয়াত।

তিনি বলেন, “কেউ আমাদের সুরক্ষা দিতে আসবে না, আমাদের নিজেদেরই সুরক্ষার ব্যবস্থা করতে হবে, নিজেদের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেশের অভ্য়ন্তরীণ সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশকে সুরক্ষা দিতে আমার মনে হয় সকলকেই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অবগত ও শিক্ষিত করা উচিত। যদি এই অঞ্চল বা দেশের যেকোনও প্রান্তে বসবাসকারী মানুষ দেশের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে অবগত হন, তবে আমরা দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারব।”

দেশের সকল নাগরিককে নিজের কর্তব্য পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেন, তবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা সম্ভব। আপনাদের পাড়ায় অনেকেই এসে থাকছেন, তারা কারা বা কোথা থেকে এসেছেন, সে বিষয়ে জানা উচিত আপনাদের। যদি আমরা সতর্ক থাকি, তবে কোনও জঙ্গিই আমাদের লোকালয়ে আশ্রয় নিতে পারবে না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে যে যদি কারোর মনে সন্দেহ জাগে, তবে প্রশ্ন করা এবং স্থানীয় পুলিশকে এই বিষয়ে জানানো।”

এর আগেও বিপিন রাওয়াত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গতমাসেই তিনি বলেছিলেন, “শুধুমাত্র সময়ই বলবে এরপর আফগানিস্তানের কী হবে। আমাদের কারোর কাছেই প্রত্যাশিত ছিল না যে এত দ্রুত তালিবান (Taliban) আফগানিস্তানের দখল নেবে। পরিস্থিতি আরও খারাপ দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি।”

জেনারেল রাওয়াত সেই সময়ে উল্লেখ করেছিলেন, ভারত-বিরোধী আগ্রাসী নীতি নিয়ে চিন ও পাকিস্তান যে পিছন থেকে তালিবানদের মদত করছে, তা দিনের আলোর মত স্পষ্ট এবং আরও বেশ কিছু মুসলিম দেশ এই উস্কানির পিছনে জড়িত রয়েছে বলে জানান ভারতের সিডিএস। এর জন্য সামরিকভাবে ভারতকে সবসময় প্রস্তুত থাকতে হবে বলেই জানান তিনি।