lingerie: মহিলাদের অন্তর্বাস চুরি নিয়ে বচসা, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০

গত আট মাস ধরে চুরি যাচ্ছে মহিলাদের অন্তর্বাস। কে চুরি করছে দেখতে এক মহিলা তাঁর বাড়িতে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। তাতে দেখা গেল বাইরের কেউ নয়। প্রতিবেশী যুবক চুরি করছে অন্তর্বাস।

lingerie: মহিলাদের অন্তর্বাস চুরি নিয়ে বচসা, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 5:20 PM

আহমেদাবাদ: জামা কাপড় কেচে বাড়ির সামনে মেলা হচ্ছে। কিন্তু তার মধ্যে মহিলাদের অন্তর্বাস উধাও হয়ে যাচ্ছে। একবার-দুবার নয়, প্রায়শই ঘটছে এ রকম ঘটনা। গত আট মাস ধরে চুরি যাচ্ছে মহিলাদের অন্তর্বাস। কে চুরি করছে দেখতে এক মহিলা তাঁর বাড়িতে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। তাতে দেখা গেল বাইরের কেউ নয়। প্রতিবেশী যুবক চুরি করছে অন্তর্বাস। এর প্রতিবাদ জানাতে গেলে ওই মহিলাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। তার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম। গ্রামেরই দুই গোষ্ঠীর মারামারিতে জড়িয়ে পড়ে। এর জেরে ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদের ধানধুক তালুকের একটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ওই গ্রামে মহিলাদের অন্তর্বাস চুরি হচ্ছিল। চোর ধরতে এক মহিলা গোপনে ক্যামেরা লাগান। তাতেই দেখা যায় ৩১ বছরের এক যুবক এই কাজ করছে। ওই যুবক এলাকারই বাসিন্দা। তাকে অন্তর্বাস চুরির বিষয়টি নিয়ে বলতে গেলে এক মহিলাকে হেনস্থা করে বলে অভিযোগ। তা জানতে পেরে ওই মহিলার পরিজনরা লাঠি, রড নিয়ে হামলা করতে উদ্যত হয়। অপর গোষ্ঠী ওই যুবকের পাশে দাঁড়ায়। এ নিয়েই দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। এর জেরে ১০ জন আহত হয়েছেন। দুপক্ষের মোট ২০ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এ বিষয়ে এক পুলিশ অফিসার বলেন, “আমরা ঘটনা নিয়ে এফআইআর দায়ের করেছি। সংঘর্ষের জন্য এফআইআর দায়েরের পাশাপাশি মহিলাকে হেনস্থায় অভিযুক্তের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।”