Heart Attack: পড়াশোনা খুব প্রিয়, পরের বছরই মাধ্যমিক, স্কুলে যাওয়ার পথেই কিশোরীর যা হল…সব স্বপ্ন শেষ
Heart Attack: তেলেঙ্গানার কামারেডি জেলায় বৃহস্পতিবার সকালে হেঁটে স্কুলে যাচ্ছিলেন দশম শ্রেণির ছাত্রী শ্রী নিধি। ১৬ বছর বয়সী শ্রী নিধি, রামারেডি মণ্ডলের সিঙ্গারায়াপল্লি গ্রামের বাসিন্দা।

হায়দরাবাদ: মাত্র ১৬ বছর বয়স মেয়েটার, সব ঠিক থাকলে পরের বছর মাধ্যমিক দেওয়ার কথা। কিন্তু তা আর হল কই? তার আগেই সব শেষে। স্কুলে যাওয়ার পথে মাত্র ১৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাবালিকা।
তেলেঙ্গানার কামারেডি জেলায় বৃহস্পতিবার সকালে হেঁটে স্কুলে যাচ্ছিলেন দশম শ্রেণির ছাত্রী শ্রী নিধি। ১৬ বছর বয়সী শ্রী নিধি, রামারেডি মণ্ডলের সিঙ্গারায়াপল্লি গ্রামের বাসিন্দা। একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করার জন্য কামারেডিতে থাকতেন তিনি। জানা যায়, বৃহস্পতিবার সকালে হেঁটে স্কুলে যাওয়ার সময় স্কুলের কাছে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শ্রী নিধি। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এক স্কুল শিক্ষক বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করার পরে ডাক্তাররা তাঁকে প্রাথমিক চিকিৎসা করেন, এমনকি সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় নিধিকে অন্য হাসপাতালে রেফার করে দেন। দ্বিতীয় হাসপাতালে শ্রী নিধিকে মৃত ঘোষণা করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ওইটুকু ফুটফুটে বাচ্চার মৃত্যুতে শোকাহত। শ্রী নিধির মতো একটি ছোট মেয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে মর্মাহত তাঁর বন্ধুরাও। মরদেহ নিধির শহরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও আলিগড়ের সিরাউলি গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহিত চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ১৪ বছর বয়সী এই ছাত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অনুশীলনের সময় পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
ওই জেলাতেই আট বছর বয়সী দীক্ষা নামে আরেক শিশু কয়েকদিন আগে তাঁর বন্ধুদের সঙ্গে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
চিকিৎসকরা জানাচ্ছেন, যদি কোনও সুস্থ ব্যক্তি এক ঘন্টার মধ্যে মারা যায়, তবে তাকে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। গত ২০ বছরে এই ঘটনা ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদি কোনও শিশু শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার কথা জানায়, তবে তাঁকে অবিলম্বে পরীক্ষা করা উচিত। এটিকে অবহেলা করা উচিত নয়।





