Adhir Ranjan Chowdhury: ‘পুরোটাই আই-ওয়াশ’, শাহকে লেখা চিঠিতে বিস্ফোরক অধীর, সরব খাড়্গেকে নিয়ে
One Nation, One Election: স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর চৌধুরী জানিয়েছেন, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কমিটিতে রাখা হয়নি। এদিকে প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে রাখা হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে সংসদীয় গণতন্ত্রকে অপমান।
নয়া দিল্লি: ‘এক দেশ, এক নির্বাচনে’র (One Nation, One Election) লক্ষ্যে গড়া কমিটিতে থাকবেন না কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করে দিলেন তিনি। চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-কে এই কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে কমিটিতে মল্লিকার্জুন খাড়্গেকে না রাখার প্রতিবাদও করেন তিনি।
একইসঙ্গে লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাবটি পর্যালোচনা করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। রয়েছেন ১৫তম ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এক কে সিং, লোকসভার প্রাক্তন সচিব ড. সুভাষ সি কাশ্যপ, বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে, প্রাক্তন মুখ্য ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারিও। ওই কমিটিতেই সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে, কিন্তু তিনি ওই প্রস্তাব খারিজ করে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর চৌধুরী জানিয়েছেন, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কমিটিতে রাখা হয়নি। এদিকে প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে রাখা হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে সংসদীয় গণতন্ত্রকে অপমান।
চিঠিতে তিনি আরও বলেন, “আমি এই কমিটির সদস্য হওয়ার প্রস্তাব খারিজ করছি, যার সিদ্ধান্ত কী হতে চলেছে আগে থেকেই স্থির করা রয়েছে। আমার বিশ্বাস, এটা পুরোটাই চোখে ধুলো দেওয়া। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে যেভাবে সাংবিধানিকভাবে সন্দেহজনক, অবাস্তবিক সিদ্ধান্ত দেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হচ্ছে।”