Rahul Gandhi Attack KCR: ‘এমন এক রাজা, যিনি সাধারণের কথাই শোনেন না…’, কেসিআরের গড়ে দাঁড়িয়েই চাঁচাছোলা আক্রমণ রাহুলের
Rahul Gandhi Attack KCR: মুখ্যমন্ত্রী রাজ্যে লুঠতরাজ চালাচ্ছেন, এই অভিযোগ জানিয়ে তিনি বলেন, "কেসিআর তেলঙ্গানায় যে লুঠ চালিয়েছেন, তা আপনারা সকলেই দেখেছেন। আপনাদের ও তেলঙ্গানার ভবিষ্যৎ ধবংস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে অর্থ আপনাদের প্রাপ্য ছিল, তা কেবল একটা পরিবার পেয়েছে।"
হায়দরাবাদ: জল্পনা ছিল বিরোধীদের একজোট হওয়ার। কিন্তু কেন্দ্রের শাসক দলকে ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিশানা বানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার তেলঙ্গানায় দলীয় সভায় যোগ দিতে গিয়ে রাজ্যের মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সনিয়া পুত্র। তিনি বলেন, “তেলঙ্গানাকে এমন এক রাজা শাসন করছেন, যিনি সাধারণ মানুষের কথা শোনেন না”। শাসক দল রাজ্যে লুঠতরাজ চালাচ্ছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা।
হায়দরাবাদে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই তিনি যুব সমাজের উদ্দেশে বলেন যে, মুখ্যমন্ত্রী কেসিআর রাজ্যের মানুষদের সমস্ত স্বপ্নকে ভেঙে দিয়েছেন। তাঁকে হারাতে যুব সম্প্রদায় যেন কংগ্রেসে যোগ দেন। তিনি বলেন, “কেসিআর একা হাতে তেলঙ্গানার মানুষদের স্বপ্ন ধ্বংস করে দিয়েছেন। যারা কংগ্রেসের চিন্তাধারায় বিশ্বাস করেন, সেই সমস্ত যুব সমাজকে আমি আহ্বান জানাচ্ছি টিআরএসকে হারিয়ে এক উজ্জ্বল তেলঙ্গানা গঠনের কাজে হাত লাগাতে।”
Telangana is ruled not by a CM, but by a Raja who doesn't listen to the voice of the people.
When Congress forms government, we guarantee farmers:– ₹15,000 per acre direct transfer– ₹2 lakh loan waiver– Fair and accurate MSP#RaithuSangharshanaSabha#WarangalDeclaration
— Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2022
মুখ্যমন্ত্রী রাজ্যে লুঠতরাজ চালাচ্ছেন, এই অভিযোগ জানিয়ে তিনি বলেন, “কেসিআর তেলঙ্গানায় যে লুঠ চালিয়েছেন, তা আপনারা সকলেই দেখেছেন। আপনাদের ও তেলঙ্গানার ভবিষ্যৎ ধবংস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে অর্থ আপনাদের প্রাপ্য ছিল, তা কেবল একটা পরিবার পেয়েছে। আপনারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি। কেসিআরকে গদি থেকে সরানো কংগ্রেসের দায়িত্ব। আমি যুব সমাজকে কংগ্রেসে যোগদানের আহ্বান জানাচ্ছি এবং রাজ্যে পরিবর্তন আনার কাজে সামিল হতে বলছি।”
রাহুল গান্ধী জানান, তাঁর মা সনিয়া গান্ধী তেলঙ্গানার মানুষদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য তিনি যে লড়াই করেছিলেন, তাতে দলের ভোট ব্যাঙ্কে ক্ষতি হলেও সেই পরোয়া করেননি তিনি। বর্তমানেও কংগ্রেস সাধারণ মানুষদের স্বপ্ন পূরণের জন্য ও রাজ্যবাসীর জন্য কাজ করতে চান।
শুধু রাজ্যবাসীদের জন্য নয়, দলীয় কর্মীদেরও বিশেষ বার্তা দেন রাহুল গান্ধী। তিনি জানান, দলে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না। কংগ্রেস সকলের দাবিই শুনতে প্রস্তুত, তবে জনসমক্ষে যাতে ক্ষোভের বহিঃপ্রকাশ না হয়, তা নিয়েও সতর্ক করেন রাহুল।
তিনি বলেন, “কংগ্রেস একটা পরিবার, আর পরিবারে ভিন্ন মত, দৃষ্টিভঙ্গি থাকবেই। আমরা আরএসএস পরিবার নই, যেখানে একজন ব্যক্তিই সবকিছু স্থির করেন। আমরা সকলের কথা শুনতে প্রস্তুত, কিন্তু সংবাদমাধ্যমের দ্বারা নয়।”