MP Fire Incident: সম্পর্ক ভাঙার ‘শাস্তি’, গোটা বাড়িই জ্বালিয়ে দিল ব্যর্থ প্রেমিক!

MP Fire Incident: শুক্রবার ভোররাতে মধ্য প্রদেশের ইন্দোরে একটি দ্বিতল বাড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ ও বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৯ জন।

MP Fire Incident: সম্পর্ক ভাঙার 'শাস্তি', গোটা বাড়িই জ্বালিয়ে দিল ব্যর্থ প্রেমিক!
আগুনে পুড়ে যায় গোটা বাড়ি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2022 | 8:29 AM

ইন্দোর: মধ্যরাতে বাড়িতে লেগেছিল আগুন। নিমেষেই সেই আগুন দোতলা বাড়িটিকে গ্রাস করে নেয়। বাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয় ৭ জনের। প্রাথমিক তদন্তে পুলিশ শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে মনে করলেও, প্রতিবেশীদের কাছ থেকে খোঁজখবর নিতেই বেরিয়ে আসল আসল রহস্য। জানা গেল, কোনও দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই বাড়িতে আগুন লাগানো হয়েছিল। প্রেমে প্রত্যাখানের জেরেই পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই শুভম দীক্ষিত (২৭) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার ভোররাতে মধ্য প্রদেশের ইন্দোরে একটি দ্বিতল বাড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ ও বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৯ জন। এদের মধ্যে ৫ জন এখনও হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছিল, ওই বিল্ডিংটির বেসমেন্টে রাখা ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে যায়। দ্রুত আগুন উপরের তলগুলিতেও ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া গোটা বাড়িটিকে গ্রাস করায় বাসিন্দারা বেরিয়ে আসতে পারেননি। ভিতরেই দমবন্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকটি দেহও উদ্ধার করা হয়েছে। প্রাণে বাঁচতে কয়েকজন বাসিন্দা বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেন।

দমকল আসতে দেরি করায় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের বীভৎসতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাড়ি থেকে আগুনের হলকা বের হতে দেখা যায়। বিজয় নগরের স্বর্ণ বাগ এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন  ঈশ্বর সিং সিসোদিয়া ও তাঁর স্ত্রী নীতু সিসোদিয়া। তাদের বাড়ি তৈরির কাজ চলছিল বলেই পাড়ার ওই বাড়িতে ভাড়া থাকছিলেন তারা। ওই বাড়ি থেকেই আরেক তরুণীর দেহ উদ্ধার করা হয়। আকাঙ্ক্ষা নামক ওই তরুণীর প্রাক্তন প্রেমিকেরই হাত রয়েছে অগ্নিকাণ্ডের পিছনে।

জানা গিয়েছে, সম্প্রতিই ওই তরুণী অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে ওই যুবক বারবার উত্যক্ত করছিল তাঁকে। কিন্তু তরুণী কোনও গুরুত্ব না দেওয়ায়, তাঁকে ভয় দেখাতেই, শুক্রবার রাত ৩টে নাগাদ বাড়ির সামনে রাখা স্কুটিতে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত। সেখান থেকেই ঘটে বিপত্তি। স্কুটি থেকে পাশে দাঁড়িয়ে থাকা বাইক ও গাড়িগুলিতেও নিমেষে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ রহস্যের কিনারা করে।