Congress: ‘চিন পে চর্চা কবে হবে?’, সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধে আক্রমণ কংগ্রেসের

India-China Clash: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে টুইট করে বলেন, "ডোকলামে ঝাম্পেরি রিজ অবধি চিনের পরিকাঠামো তৈরি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির প্রবেশপথ, তার  নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।"

Congress: 'চিন পে চর্চা কবে হবে?', সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধে আক্রমণ কংগ্রেসের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 8:24 AM

নয়া দিল্লি: বিজেপিকে নিশানা করতে চিনের অনুপ্রবেশকেই হাতিয়ার করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। চলতি মাসেই অরুণাচল প্রদেশের তাওয়াং দিয়ে চিনের ৩০০ সেনা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। যোগ্য জবাব দিয়ে তাদের লাঠিপেটা করে তাড়িয়েছে ভারতীয় সেনা। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সৈন্যও। এদিকে, অনুপ্রবেশের ঘটনার পরই বিরোধী দলগুলি এই বিষয় নিয়ে আলোচনা করার দাবিতে সংসদ উত্তাল করেছে। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করল কংগ্রেস। শনিবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সংসদে চিন ইস্য়ু নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না। দেশবাসীকে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে অন্ধকারে রাখা হচ্ছে, এই দাবিও করেন তিন।

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের পরই কংগ্রেসের তরফে দাবি করা হয়, ডোকলামে চিন যে পরিকাঠামো তৈরি করছে, তা শিলিগুড়ি করিডরের জন্য অত্য়ন্ত ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর ‘চায়ে পে চর্চা’কে কটাক্ষ করেই কংগ্রেসের তরফে প্রশ্ন করা হয়, কবে ‘চিন পে চর্চা’ হবে?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে টুইট করে বলেন, “ডোকলামে ঝাম্পেরি রিজ অবধি চিনের পরিকাঠামো তৈরি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির প্রবেশপথ, তার  নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বোেগের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী, আমাদের দেশ কবে ‘চিন পে চর্চা’ করবে?”

কংগ্রেসের জনসংযোগের সাধারণ সচিব জয়রাম রমেশও একটি বিবৃতি পেশ করে বলেন,  “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব হল  সাতটি প্রশ্নে তাঁর মন কি বাত জানানোর। আপনার বাদ্য বাদকদের দিয়ে ওই ব্যক্তিকে বিভ্রান্ত বা বিপথ করার চেষ্টা করবেন না, যিনি রোজ দিনে ২০ থেকে ২৫ কিলোমিটার হাঁটছেন, মানুষের কষ্ট, আশা শুনছেন বিগত ১০০ দিন ধরে। প্রধানমন্ত্রী জবাব দাও”।

শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রার মাঝেই সাংবাদিক বৈঠক করে বলেন, “যখন চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের সরকার ঘুমাচ্ছে।”

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া