World Cup Final 2023: বিজেপির টুইট শেয়ার করে সহমত জানাল কংগ্রেস, কী মেলাল দুই দলকে?

BJP-Congress: রাজনৈতিতে মতাদর্শে অনেক প্রভেদ রয়েছে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস ও বিজেপি পরস্পরকে আক্রমণ করে। বলা ভাল, দুই দল দুই মেরুতে। কিন্তু, যখন দেশের প্রসঙ্গ ওঠে, তখন সকলের কেবল একটাই পরিচয়, ভারতবাসী। রবিবার, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন এমনই ছবি ধরা পড়ল।

World Cup Final 2023: বিজেপির টুইট শেয়ার করে সহমত জানাল কংগ্রেস, কী মেলাল দুই দলকে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 7:22 PM

নয়া দিল্লি: রাজনৈতিতে মতাদর্শে অনেক প্রভেদ রয়েছে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস (Congess) ও BJP পরস্পরকে আক্রমণ করে। বলা ভাল, দুই দল দুই মেরুতে। কিন্তু, যখন দেশের প্রসঙ্গ ওঠে, তখন সকলের কেবল একটাই পরিচয়, ভারতবাসী। রবিবার, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) দিন এমনই ছবি ধরা পড়ল। বিজেপির সঙ্গে সহমত হয়ে তাদের টুইট শেয়ার করল কংগ্রেস।

কী রয়েছে টুইটে?

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। খেলা শুরুর প্রাক্কালে ভারতীয় দলকে উদ্বুদ্ধ করে একটি টুইট পোস্ট করেছে বিজেপি। সেটিতে লেখা রয়েছে, কাম অন টিম ইন্ডিয়া! উই বিলিভ ইন ইউ।

টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করে বিজেপির টুইট পোস্ট করার ১৪ মিনিট পর সেটি শেয়ার করেছে কংগ্রেস। শুধু শেয়ার করা নয়, ক্যাপসনে কংগ্রেস লিখেছে, এটা সত্যি! জিতেগা ইন্ডিয়া।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে কংগ্রেসের এভাবে সহমত করে টুইট পোস্ট বর্তমান রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও সমালোচকদের অনেকে আবার এটা নিয়ে কটাক্ষ করেছেন। অনেকের মতে, বিরোধী জোটের নাম ইন্ডিয়া। এই পোস্টের মাধ্যমে দ্বৈত অর্থ প্রয়োগ করেছে কংগ্রেস।