PM Narendra Modi: রাহুলের ‘অপমান’ সমর্থন মোদীর, সংসদে সরব কংগ্রেস
BJP vs Congress: রাহুল গান্ধীকে নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্য, যা কংগ্রেস অবমাননাকর বলে দাবি করেছে, তাকেই সমর্থন জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এরপরই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ জানাল কংগ্রেস।
নয়া দিল্লি: সংসদের তরজা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই দায়ের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে প্রিভিলেজ কমপ্লেন দাখিল করল কংগ্রেস। জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্যকে প্রধানমন্ত্রী সমর্থন করাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করল কংগ্রেস (Congress)।
এ দিন লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ জানান জলন্ধরের সাংসদ তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। রাহুল গান্ধীকে নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্য, যা কংগ্রেস অবমাননাকর বলে দাবি করেছে, তাকেই সমর্থন জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এরপরই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ জানাল কংগ্রেস।
মঙ্গলবার জাতিসুমারি নিয়ে তরজায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছিলেন, “ওবিসি আর জাতি সুমারি নিয়ে অনেক কথা হচ্ছে, যার নিজের জাতই জানা নেই, সে সুমারি নিয়ে কথা বলছে?“। কারোর নাম উল্লেখ না করলেও, রাহুল গান্ধীকেই এই আক্রমণ করেছেন অনুরাগ, এমনটাই অভিযোগ। এই নিয়ে গতকাল সংসদে সুর চড়ায় বিরোধীরা।
আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের সেই মন্তব্যের অংশই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমার যুব ও উদ্দীপনাপূর্ণ সহকর্মী অনুরাগ ঠাকুরের এই বক্তব্য অবশ্যই শোনা উচিত। তথ্য ও মজার একদম সঠিক মিশ্রণে ইন্ডি জোটের নোংরা রাজনীতি ফাঁস করে দিয়েছেন অনুরাগ।”
This speech by my young and energetic colleague, Shri @ianuragthakur is a must hear. A perfect mix of facts and humour, exposing the dirty politics of the INDI Alliance. https://t.co/4utsqNeJqp
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
কংগ্রেস এরপরই তীব্র সমালোচনা করে বলে যে প্রধানমন্ত্রী এই স্পিচ শেয়ার করে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন।
প্রসঙ্গত, গতকালই কংগ্রেসের সাংসদ জগদম্বা পাল, যিনি স্পিকারের দায়িত্বে ছিলেন, তিনি আশ্বাস দিয়ে জানিয়েছিলেন যে অনুরাগ ঠাকুরের মন্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হবে। যদিও কংগ্রেস নেত জয়রাম রমেশের দাবি, এক্সপাঞ্জ করা মন্তব্যের অংশটুকু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। এই নিয়ে মোদী সরকারকে আক্রমণও করেছেন তিনি।