Maoist: ৫ কিমি কাঁধে করে নিয়ে এলেন জওয়ানরা, প্রাণ বাঁচল গুলিবিদ্ধ মাওবাদীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিংভূম জেলায় হুসিপি জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে খবর ছিল সেনার কাছে। এর পর সেখানে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। তখন মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই হয়। সেই লড়াইয়েই আহত হন ওই মাওবাদী সদস্য। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁর বাকি সঙ্গীরা তাঁকে জঙ্গলে ফেলেই পালিয়ে যান।

Maoist: ৫ কিমি কাঁধে করে নিয়ে এলেন জওয়ানরা, প্রাণ বাঁচল গুলিবিদ্ধ মাওবাদীর
আহত মাওবাদীকে নিয়ে যাচ্ছেন জওয়ানরাImage Credit source: India Today
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 5:01 PM

সিংভূম: গুলির লড়াইয়ে আহত এক মাওবাদীর প্রাণ বাঁচালেন সেনা জওয়ানরা। গুলিবিদ্ধ মাওবাদীকে কাঁধে করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন জওয়ানরা। প্রায় পাঁচ কিলোমিটার কাঁধে করে এনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিংভূম জেলায় হুসিপি জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে খবর ছিল সেনার কাছে। এর পর সেখানে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। তখন মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই হয়। সেই লড়াইয়েই আহত হন ওই মাওবাদী সদস্য। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁর বাকি সঙ্গীরা তাঁকে জঙ্গলে ফেলেই পালিয়ে যান। এর পর তল্লাশি অভিযানের সময় তাঁকে আহত অবস্থায় কাতরাতে দেখেন জওয়ানরা।

এর পর প্রায় পাঁচ কিলোমিটার ট্রেক করে আহত মাওবাদীকে হাতিবুরু ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এর পর এয়ারলিফ্টের মাধ্যমে আহত মাওবাদীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রাঁচীতে নিয়ে আসা হয়েছে। তবে পশ্চিম সিংভূমের জঙ্গল এলাকায় এখনও মাওবাদী দমন অভিযান চালাচ্ছে পুলিশ ও যৌথ বাহিনী।