Coromandel Express Derailed: সর্বোচ্চ গতিতে করমণ্ডল ধাক্কা মেরেছিল মালগাড়িতে: সরকারি সূত্র

Coromandel Express Accident: শুক্রবার সন্ধ্যায় প্রথমে দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ২১টি বগি লাইনচ্য়ুত হয়ে যায়।

Coromandel Express Derailed: সর্বোচ্চ গতিতে করমণ্ডল ধাক্কা মেরেছিল মালগাড়িতে: সরকারি সূত্র
বাহানগার দুর্ঘটনাস্থল। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 5:48 PM

ভুবনেশ্বর: ডাউন যশবন্তপুর নয়, দুর্ঘটনার মূলে ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসই (Coromandel Express)। শুক্রবার সন্ধে সাতটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে তিনটি ট্রেন। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এখনও অবধি ২৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৯০০-রও বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে আরও। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছিল। অবশেষে সেই কারণের উপর আলোকপাত করল কেন্দ্র। জানা গেল, উচ্চগতিতে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। প্রথম ধাক্কা মারে মালগাড়িতে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ২১টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুটি বগি ছিটকে পড়ে ডাউন লাইনে। সেখানেই যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের (Yashwantpur-Howrah Express) সঙ্গে সংঘর্ষ হয়। সরকারি সূত্রে এমনটাই জানানো হল।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রথমে দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই ট্রেনে হঠাৎ কোনওভাবে দুঘর্টনা ঘটে এবং পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ২১টি বগি লাইনচ্য়ুত হয়ে যায়। করমণ্ডল এক্সপ্রেসের তিনটি বগি ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে।

সেই সময়ই ওই লাইন দিয়ে আসছিল ডাউন যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, যা হামসফর এক্সপ্রেস নামেও পরিচিত। লাইনের উপরে পড়ে থাকা কামরা গুলির সঙ্গে সংঘর্ষ হয় যশবন্তপুর এক্সপ্রেসের। সংঘর্ষের জেরে হামসফর এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

সরকারি সূত্রেই জানা গিয়েছে, ওড়িশার ওই স্টেশনে স্টপেজ না থাকায় সর্বোচ্চ গতিতে ছুটছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই সময়ই হঠাৎ দুর্ঘটনা ঘটে এবং করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপরে উঠে যায়।