Corona Cases and Lockdown News: আশার আলো, দৈনিক আক্রান্তের থেকে সুস্থ বেশি, ২৪ ঘণ্টায় করোনাজয়ী ৩ লক্ষ ৫৬ হাজার

| Edited By: | Updated on: May 11, 2021 | 11:34 PM

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন।

Corona Cases and Lockdown News: আশার আলো, দৈনিক আক্রান্তের থেকে সুস্থ বেশি, ২৪ ঘণ্টায় করোনাজয়ী  ৩ লক্ষ ৫৬ হাজার
ছবি- পিটিআই

নয়া দিল্লি: চারদিকে আতঙ্ক। করোনা আবহে শুধুই খারাপ খবর। না একেবারেই নয়। মঙ্গলবারের করোনা পরিসংখ্যান অন্তত আশার আলো নিয়ে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। যদিও প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৬ জন। কিন্তু লাগাতার কমছে সংক্রমণের গতি। কয়েকদিন আগেও দৈনিক সংক্রমণ ছিল ৪ লক্ষের বেশি। যা সোমবার সাড়ে ৩ লক্ষের ঘরে নামে। আর এখন ৩ লক্ষ ২৯ হাজারে।

দেখুন করোনার সব আপডেট…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 May 2021 05:06 PM (IST)

    করোনার কোপ ভারতীয় রেলে, প্রতিদিন আক্রান্ত ১০০০ কর্মী

    করোনার দ্বিতীয় (Covid-19) ঢেউয়ে কাবু গোটা দেশ। অনেকের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। লকডাউনের কারণে সমস্যা অনেকের বেড়েছে। করোনার কোপ পড়েছে ভারতীয় রেলে (Indian Railway)। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ১০০০ কর্মী। ভারতীয় রেল শুধু ভারতে নয়, সারা বিশ্বে সবচেয়ে বড় নিয়োগ সংস্থা। এখানে প্রায় ১.৩ মিলিয়ন কর্মী কাজ করেন।

    বিস্তারিত পড়ুন: করোনার কোপ ভারতীয় রেলে, প্রতিদিন আক্রান্ত ১০০০ কর্মী

  • 11 May 2021 05:01 PM (IST)

    ভ্যাকসিন নীতিতে জরুরি বদল কেন্দ্রের

    সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে এ বার ভ্যাকসিন নীতিতে জরুরি বদল আনল কেন্দ্রীয় সরকার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ দিন রাজ্যগুলিকে জানানো হয়েছে, আপাতত যেন দ্বিতীয় ডোজ় দেওয়ার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে টিকার অপচয় রুখতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

    বিস্তারিত পড়ুন: ভ্যাকসিন নীতিতে জরুরি বদল কেন্দ্রের, নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলিকে

  • 11 May 2021 03:37 PM (IST)

    এবার ১০ দিনের সম্পূর্ণ লকডাউন তেলেঙ্গানায়

    আগামী ১২ মে থেকে তেলেঙ্গানায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত কোনও কোনও কাজ করা যাবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পেরে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল তেলেঙ্গানা।

  • 11 May 2021 01:14 PM (IST)

    করোনায় মৃত্যু বিচারকের

    করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বিচারকের। বারাসত আদালতের সিজেএম সৌমেন্দ্রনাথ রায়ের মৃত্যু হল করোনায়। মঙ্গলবার সকালে কলকাতার মেডিকা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

    নিজস্ব চিত্র

  • 11 May 2021 01:12 PM (IST)

    আজ থেকে শুরু পরিবহণ কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া

    পরিবহণ দফতরের কর্মীদের ভ্যাকসিনেশন (COVID Vaccine) ক্যাম্পের আয়োজন। ময়দানে ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। করোনার টিকা পেলেন বাস-ট্যাক্সি চালক থেকে শুরু করে টোটো চালকরা। পুরসভার ময়দান টেন্টে দেওয়া হল এই টিকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের টিকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে শুরু হল সেই কর্মসূচি। সোমবারই পরিবহণ দফতরের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। তারপরই তৎপরতার সঙ্গে এই উদ্যোগ নেন।

    বিস্তারিত পড়ুন:  সরকারি উদ্যোগে আজ থেকে শুরু পরিবহণ কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া

    West Bengal Corona Update COVID Corona Vaccine Firhad Vaccine

    নিজস্ব চিত্র

     

  • 11 May 2021 12:40 PM (IST)

    আইভারমেক্টিন প্রয়োগের বিপক্ষে হু

    WHO

    ফাইল চিত্র

    করোনা অতিমারিতে ইতি আনতে পারে আইভারমেক্টিন (Ivermectin)। গবেষকদের এই দাবির পর আশার আলো দেখছিলেন চিকিৎসকরা। কিন্তু পরজীবী রোখার এই ওষুধে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা চিকিৎসায় কার্যত আইভারমেক্টিন প্রয়োগের বিরোধিতার পথেই হাঁটল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইট করে জানিয়েছেন এ কথা

    বিস্তারিত পড়ুন: করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • 11 May 2021 10:49 AM (IST)

    ৫ মিনিট অক্সিজেন নেই, আইসিইউতে মৃত্যু ১১ করোনা রোগীর

    COVID 19

    অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু

    করোনা (COVID) আক্রান্তদের জন্য অক্সিজেনের গুরুত্ব কতটা অপরিসীম, তা আবারও বোঝাল অন্ধ্র প্রদেশের ঘটনা। অক্সিজেন রিলোডিংয়ের সময় কোনও সমস্যার জেরে একটি হাসপাতালের আইসিইউতে স্রেফ ৫ মিনিট অক্সিজেন পরিষেবা ছিল না, তাতেই প্রাণ হারালেন ১১ জন করোনা আক্রান্ত। সোমবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা।

    বিস্তারিত পড়ুন: ৫ মিনিট অক্সিজেন নেই, আইসিইউতে মৃত্যু ১১ করোনা রোগীর

  • 11 May 2021 10:48 AM (IST)

    ভ্যাকসিনে মেধাস্বত্ব তুলে নেওয়ার পক্ষে হু

    COVID

    ফাইল চিত্র

    করোনার (COVID) সঙ্গে কার্যত লম্বা লড়াইয়ের পর হাতে এসেছে ভ্যাকসিন। কিন্তু টিকার অসম বণ্টন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপেক্ষাকৃত গরিব দেশ করোনার টিকা পাচ্ছে না। আফ্রিকার একাধিক দেশে পর্যাপ্ত টিকা পৌঁছয়নি। নির্মাতা সংস্থাগুলি অনুমোদন পেতে চাইছে তুলনামূলক ধনী দেশে। তাই যেসব দেশে ভ্যাকসিন পৌঁছয়নি, সেখান থেকে স্ট্রেন তৈরির সম্ভাবনা বাড়ছে। সেই সমস্যা সমাধানের জন্য টিকা থেকে স্বত্ব তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরিষ্কার করে বললে ভারত ও দক্ষিণ আফ্রিকার একই সুরে ভ্যাকসিন থেকে মেধাস্বত্ব তুলে নেওয়ার কথা জানিয়েছিল আমেরিকা। কিন্তু তাতে নারাজ হয় জার্মানি। এ বার আমেরিকার মতো স্বত্ব তুলে নেওয়ার পক্ষেই মত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বিস্তারিত পড়ুন: ভারত-আমেরিকাকেই সমর্থন, ভ্যাকসিনে মেধাস্বত্ব তুলে নেওয়ার পক্ষে হু

  • 11 May 2021 10:44 AM (IST)

    ফাইজ়ারের টিকা নিতে পারবে ১২ বছর বয়সীরাও

    Pfizer

    ফাইল চিত্র

    করোনার (COVID) একের পর এক ঢেউ আছড়ে পড়ছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভাইরাসের সঙ্গে লড়তে সারা বিশ্বের মূল অস্ত্র এখন প্রতিষেধক। একাধিক ভ্যাকসিনের মাধ্যমে সারা বিশ্বে জোর কদমে চলছে টিকাকরণ। তবে অধিকাংশ টিকাই ১৮ ঊর্ধ্বদের জন্য। কম বয়সী শিশুদের জন্য তেমন কোনও টিকা নেই। এ বার ১২ থেকে ১৫ বছয় বয়সীদের জন্য ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল মার্কিন এফডিএ। সোমবারই এই অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

    বিস্তারিত পড়ুন: ফাইজ়ারের টিকা নিতে পারবেন ১২ বছর বয়সীরাও, অনুমোদন এফডিএর

  • 11 May 2021 10:39 AM (IST)

    কমছে সংক্রমণের গতি

    দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল, তা এখন আবার কমছে। আশার আলো দেখছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে প্রায় ২৬ হাজার বেশি সুস্থ হয়ে উঠেছেন।

Published On - May 11,2021 5:06 PM

Follow Us: