Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money and Gold recover: সরকারি অফিসের আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ, ভেতরে বান্ডিল বান্ডিল নোট ও সোনা

Money and Gold: জয়পুরের যোজনা ভবনের একটি আলমারির ভিতর থেকে একটি ট্রলি স্যুটকেশ রাখা ছিল। সেই স্যুটকেশ থেকেই নগদ ২.৩১ কোটি টাকা এবং ১ কেজি সোনা উদ্ধার হয়েছে।

Money and Gold recover: সরকারি অফিসের আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ, ভেতরে বান্ডিল বান্ডিল নোট ও সোনা
সরকারি ভবন থেকে উদ্ধার বিপুল অর্থ ও সোনা। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 5:44 PM

জয়পুর: সরকারি অফিসের (Government Office) বেসমেন্টে আলমারি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও বিপুল সোনা। যা দেখে তাজ্জব পুলিশ থেকে সরকারি আধিকারিকেরাও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে। সরকারি অফিসের বেসমেন্টে আলমারির ভিতর কিভাবে এত টাকা ও সোনা এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত, উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ২০০০ ও ৫০০ টাকার নোট। শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জয়পুরের যোজনা ভবনের বেসমেন্টে আলমারির ভিতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ায় সন্দেহ আরও জোরাল হচ্ছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot) স্বয়ং সরকারি অফিস থেকে টাকা-সোনা উদ্ধারের খবরটি প্রকাশ্যে এনেছেন এবং সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন। ঘটনার তদন্তে ওই অফিসের ৭ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, জয়পুরের যোজনা ভবনের একটি আলমারির ভিতর থেকে একটি ট্রলি স্যুটকেশ রাখা ছিল। সেই স্যুটকেশ থেকেই নগদ ২.৩১ কোটি টাকা এবং ১ কেজি সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নগদের মধ্যে ২০০০ ও ৫০০ টাকার নোট রয়েছে। জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব বলেন, “যোজনা ভবনের বেসমেন্টে একটি আলমারি থেকে কিছু ফাইল উদ্ধার হয়েছে এবং আরেকটি আলমারি থেকে নগদ ও সোনা ভর্তি ট্রলি স্যুটকেশটি উদ্ধার হয়েছে। অফিসের এক কর্মীই অশোক নগর থানায় খবর দেন।”

রাজস্থান সরকারের যোজনা ভবনের অফিস থেকে বিপুল অর্থ এবং সোনা উদ্ধার হওয়ার পর শনিবার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADGP) দীনেশ এমএন এবং জয়পুরের CP আনন্দ শ্রীবাস্তব যৌথভাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান। CP আরও বলেন, “আজ বেসমেন্টের আলমারি থেকে ই-ফিলিং প্রজেক্টের কিছু ফাইল উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আরও দুটি আলমারির চাবি খুলে পাওয়ার পর সেগুলি আজ খোলা হয়েছে। এই ঘটনায় ৭ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

জানা গিয়েছে, যোজনা ভবনের যে আলমারি থেকে নগদ-সোনা ভর্তি স্যুটকেশ উদ্ধার হয়েছে, সেই আলমারিটি গত কয়েক মাস ধরে তালাবন্ধ ছিল। অফিসের নির্দিষ্ট কয়েকজন কর্মী বেসমেন্টে যাতায়াত করতেন। ফলে কিভাবে সেখানে বিপুল পরিমাণ অর্থ-সোনা এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। জয়পুরের CP শ্রীবাস্তব বলেন, “কার টাকা, কিভাবে এল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।” আলমারিগুলি দীর্ঘদিন বন্ধ থাকলেও দু-তিন বছরের বেশি নয় বলেও জানান তিনি। কেননা, যে টাকা উদ্ধার হয়েছে, সেগুলি নোটবন্দির পরবর্তীকালের ৫০০ ও ২০০০ টাকার নোট।

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন রাজস্থানে সরকারি অফিসের বেসমেন্ট থেকে টাকা,সোনা উদ্ধারের ঘটনায় পাল্টা তোপ দেগেছে বিজেপি। বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর কংগ্রেস সরকারকে তোপ দেগে টুইটারে লিখেছেন, “রাজস্থানের সচিবালয়, যেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বসেন এবং যেখান থেকে সরকার চালান, সেখান থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার হয়েছে। এটাই প্রমাণ করে যে, গেহলট সরকার দুর্নীতির রক্ষকের ভূমিকায় রয়েছে।” কিভাবে বিপুল পরিমাণ টাকা ও সোনা যোজনা ভবনে পৌঁছল, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত বলেও দাবি তুলেছেন বিজেপি নেতা।

সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার