TV9 Festival of India: নাচ-গানের অনুষ্ঠান ঘিরে জমজমাট টিভি৯ ফেস্টিভ্যাল
দেশের নামকরা শিল্পীরা এদিন গান গেয়েছেন টিভি৯ ফেস্টিভ্যালে। প্রিয় শিল্পীদের কাছে পেয়ে ভিড় জমিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। ফেস্টিভ্যাল ঘুরতে আসা অনেকেই গান শুনে আর স্থির থাকতে পারেননি। সুরের তালে কোমর দুলেছে তাঁদের।
নয়াদিল্লি: দেশের রাজধানীর বুকে দুর্গাপুজোর আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। মা দুর্গাকে দেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার এবং দেশ-বিদেশের বিভিন্ন জিনিস কেনার সুযোগ রয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। তাই প্রথম দিন থেকেই হিট টিভি৯-এর উদ্যোগ। উৎসবের তৃতীয় দিন অর্থাৎ মহাষ্টমীর দিনও তার অন্যথা হয়নি। রবিবার আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে দর্শকদের উন্মাদনা বুঝিয়ে দিয়েছে, তাঁরা কতটা আনন্দ করেছেন এই ফেস্টিভ্যালে যোগ দিয়ে।
দেশের নামকরা শিল্পীরা এদিন গান গেয়েছেন টিভি৯ ফেস্টিভ্যালে। প্রিয় শিল্পীদের কাছে পেয়ে ভিড় জমিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। ফেস্টিভ্যাল ঘুরতে আসা অনেকেই গান শুনে আর স্থির থাকতে পারেননি। সুরের তালে কোমর দুলেছে তাঁদের।
গানের পাশাপাশি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহাষ্টমীর সন্ধ্যায়। রাজস্থানী, গুজরাটি, ভাঙড়া এবং লাবণী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। সব মিলিয়ে নাচে-গানে টিভি৯ আয়োজিত দুর্গোৎসব হয়ে উঠেছে রাজধানীবাসীর অন্যতম গন্তব্য।