Emergency Landing: উড়ানের ৩ মিনিট পরই হঠাৎ বিকল ইঞ্জিন, চরম বিপদের মুখে যাত্রীরা, তারপর…

Inoperative Engine: পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই ২৪৩৩ বিমানটি সকাল ৯টা ৮ মিনিট নাগাদ পটনা বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। কিন্তু উড়ান শুরু করার তিন মিনিটের মধ্যেই দেখা যায়, বিমানের একটি ইঞ্জিন কাজ করছে না।

Emergency Landing: উড়ানের ৩ মিনিট পরই হঠাৎ বিকল ইঞ্জিন, চরম বিপদের মুখে যাত্রীরা, তারপর...
বড় বিপদ থেকে বাঁচল ইন্ডিগোর যাত্রীরা।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 11:57 AM

পটনা: মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে (Engine Failure) গোলযোগ। বিপদ এড়াতে তড়িঘড়ি পটনা বিমানবন্দরে (Patna Airport) এমার্জেন্সি ল্যান্ডিং (Emergency Landing) করানো হল দিল্লিগামী একটি বিমানকে। শুক্রবার সকালে ইন্ডিগোর একটি বিমান দিল্লির উদ্দেশে রওনা দেয়। কিন্তু টেক-অফের (Take off) তিন মিনিট পরেই বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা যায়। সঙ্গে সঙ্গেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পটনার বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

জানা গিয়েছে, সকাল ৯ টা ১১ মিনিট নাগাদ পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। পাইলট জানিয়েছেন, অবতরণ করানোর পর যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়। কোনও বিশেষ সাহায্যের প্রয়োজন হয়নি।

বিমানবন্দর আধিকারিকরাও জানিয়েছেন, পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই ২৪৩৩ বিমানটি সকাল ৯টা ৮ মিনিট নাগাদ পটনা বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। কিন্তু উড়ান শুরু করার তিন মিনিটের মধ্যেই দেখা যায়, বিমানের একটি ইঞ্জিন কাজ করছে না। এরপরই সঙ্গে সঙ্গে এয়াক ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ৯টা ১১ মিনিটে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।