ধর্ষণের চেষ্টা কাকার, বাক্সবন্দি মৃতদেহ উদ্ধার বছর সতেরোর কিশোরীর

নারাজ নাবালিকাকে খুনের পরিকল্পনা করে দম্পতি। ২৩ তারিখ ধৃত উকিল স্ত্রীর অনুপস্থিতিতে লোহার রড দিয়ে নাবালিকার মাথায় আঘাত করে। রক্তাক্ত নাবালিকাকে তারপর ওই অবস্থায় কম্বলে জড়িয়ে খাটের লাগোয়া বাক্সে ভরে রাখে।

ধর্ষণের চেষ্টা কাকার, বাক্সবন্দি মৃতদেহ উদ্ধার বছর সতেরোর কিশোরীর
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2020 | 12:31 PM

TV9বাংলা জিজিটাল: ধর্ষণের চেষ্টা কাকার। স্ত্রী জানতে পেরে যাওয়ায় ভাইজিকে মেরে খাটের বাক্সে লুকিয়ে রাখে। খুনের সময় ভূমিকা ছিল স্ত্রীরও। ১৭ বছরের নাবালিকাকে খুন(Murder of 17 years old girl) করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল দিল্লি পুলিস (Delhi Police)।

অক্টোবরে দিল্লির (Delhi)নন্দ নগরীর ঘটনা। কাকা উকিল পোদ্দারের বাড়িতেই থাকত ওই নাবালিকা। ২৩ অক্টোবর থেকে নিখোঁজ ওই নাবালিকা। গত সোমবার তার মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিস।

উকিল পোদ্দারের স্ত্রীর বয়ানে, ২৩তারিখ বাড়ি ফিরে ভাইজিকে দেখতে না পেয়ে স্বামীকে জানায় মহিলা। ভাইজিকে অনাথ আশ্রমে রেখে আসা হয়েছে এমনটাই জানত সে। ভাইজিকে না পেয়ে পুলিসে অভিযোগ করে উকিলের স্ত্রী। কিন্তু, ভাইজির সঙ্গে সঙ্গে উকিল পোদ্দারও নিরুদ্দেশ । সন্দেহ শুরু হয় পুলিস অধিকর্তার । অবশেষে বিহারের (Bihar)এক বাস স্ট্যান্ড থেকে উকিল পোদ্দার কে গ্রেফতার করে পুলিস।

তদন্তে জানা গেছে , নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে কাকা উকিল পোদ্দার। স্ত্রী সেই কথা জানতে পেরে ভাইজিকে গ্রামে ফিরতে বলে। এই নিয়ে ঝগড়াও হয় তাদের মধ্য়ে। নারাজ নাবালিকাকে খুনের পরিকল্পনা করে দম্পতি। ২৩ তারিখ ধৃত উকিল স্ত্রীর অনুপস্থিতিতে লোহার রড দিয়ে নাবালিকার মাথায় আঘাত করে। রক্তাক্ত নাবালিকাকে তারপর ওই অবস্থায় কম্বলে জড়িয়ে খাটের লাগোয়া বাক্সে ভরে রাখে। শ্বাসরোধেই মৃত্যু হয় নাবালিকার। ধৃত দম্পতি অপরাধের সমস্ত প্রমাণ মুছে ফেলে এবং নিজেদের উপর থেকে সন্দেহ এড়াতে থানায় নাবালিকার নামে নিখোঁজ ডায়রি করে।

কিন্তু, শেষ রক্ষা হয়নি। মৃতদেহ সরানোর সময় পায়নি ধৃত দম্পতি। অভিযুক্তদের শীঘ্রই আদালতে তোলা হবে। তদন্তে এমন তথ্য়ই উঠে এসেছে বলে জানিয়েছেন বেদ প্রকাশ শর্মা, ডেপুটি কমিশনার অব পুলিস(Deputy Commissioner of Police)।