Delhi Electricity Subsidy: সোমবার থেকেই বাড়ছে বিদ্যুতের খরচ, মাথায় হাত ৪৬ লক্ষ পরিবারের

Electricity Subsidy: দিল্লির বিদ্য়ুৎ মন্ত্রী অতিশী বলেন, "আমরা ৪৬ লক্ষেরও বেশি পরিবারকে ভর্তুকি দিই। কিন্তু আজ থেকে সেই ভর্তুকি বন্ধ হয়ে যাবে। সোমবার থেকে সাধারণ মানুষ বাড়তি বিদ্যুতের বিল পাবেন, যার মধ্যে কোনও ভর্তুকি থাকবে না"।

Delhi Electricity Subsidy: সোমবার থেকেই বাড়ছে বিদ্যুতের খরচ, মাথায় হাত ৪৬ লক্ষ পরিবারের
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 12:47 PM

নয়া দিল্লি: রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত, এই শব্দের সঙ্গে এখন প্রায় সকলেই পরিচিত। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (বর্তমানে উপরাষ্ট্রপতি)-র সঙ্গে রাজ্য় সরকারের বিরোধ লেগে থাকত প্রায়সময়ই। এটা শুধু এই রাজ্যেরই ঘটনা নয়, একই চিত্র দেখা গিয়েছিল দিল্লি থেকে কেরল, বিভিন্ন রাজ্যেই। এবার চরমে উঠল দিল্লির শাসক দল আম আদমি পার্টির সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ। দীর্ঘদিন ধরেই দিল্লি সরকারের সঙ্গে লেফটেন্য়ান্ট গভর্নরের বিবাদ ছিল, এবার বিদ্যুতের উপরে ভতুর্কি তুলে দেওয়া নিয়ে সেই বিরোধ চরমে উঠল। আপ সরকারের দাবি, লেফটেন্য়ান্ট গভর্নর দিল্লির বিদ্যুৎ বিলে ভর্তুকি (Electricity Subsidy) সংক্রান্ত ফাইলে সই করছেন না। এরফলে শুক্রবার থেকেই বিদ্যুতের উপরে ভর্তুকির সুবিধা বন্ধ হয়ে যাবে। এরফলে দিল্লির ৪৬ লক্ষ পরিবার প্রভাবিত হবে।

সোমবার থেকেই বাড়বে বিদ্য়ুতের বিল-        

ভর্তুকির বিলে সই না হওয়ায় এবার থেকে আর বিদ্যুৎ পরিষেবার উপরে ভর্তুকি পাবেন না দিল্লিবাসী। আগে প্রতি মাসে ২০০ ইউনিট অবধি বিদ্যুতের উপরে ভর্তুকি দিত আপ সরকার। ২০১ থেকে ৪০০ ইউনিট অবধি বিদ্য়ুতের উপরে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হত। তবে ২০২২ সালে দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে গ্রাহকদের মধ্যে যারা কেবল আবেদন করবেন, তারাই একমাত্র ভর্তুকি পাবেন। এরপরে দিল্লির ৪৮ লক্ষ পরিবার ভর্তুকির জন্য আবেদন করেন। কিন্তু এখনও অবধি লেফটেন্যান্ট গভর্নর সেই ভর্তুকির ফাইলে সই না করায় আর তারা ভর্তুকি পাবেন না।

দিল্লির বিদ্য়ুৎ মন্ত্রী অতিশী বলেন, “আমরা ৪৬ লক্ষেরও বেশি পরিবারকে ভর্তুকি দিই। কিন্তু আজ থেকে সেই ভর্তুকি বন্ধ হয়ে যাবে। সোমবার থেকে সাধারণ মানুষ বাড়তি বিদ্যুতের বিল পাবেন, যার মধ্যে কোনও ভর্তুকি থাকবে না”। রাজ্য় মন্ত্রী জানান, দিল্লি সরকারের ক্যাবিনেট ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বিদ্যুতের উপরে ভর্তুকির প্রস্তাবে সম্মতি দিয়েছিল। এরপরে সেই ফাইল লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানো হয়। বিদ্যুতের উপরে ভর্তুকি নিয়ে আলোচনার জন্যও বৈঠকের সময় চেয়েছিলেন, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর সেই সময়ও দেননি। তিনি বলেন, “যতক্ষণ অবধি ফাইলে অনুমোদন হচ্ছে না, আমরা কাউকে ভর্তুকি দিতে পারব না। এই বিষয় নিয়ে আমি লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে সময় চেয়েছিলাম, কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও কোনও উত্তর পাইনি। ওই ফাইলও ফেরত আসেনি আমাদের কাছে।”

যদিও লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার দাবি, ১১ এপ্রিল তাঁর কাছে ফাইলটি আসে এবং তিনি ইতিমধ্যেই স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেন। আপ সরকার নিজেদের খামতি ঢাকতে মিথ্যাচার করছে।

কত টাকা দিতে হত দিল্লিবাসীকে?

শূন্য থেকে ২০০ ইউনিটের ক্ষেত্রে কোনও টাকা লাগত না। 

২০১ থেকে ৪০০ ইউনিট খরচের ক্ষেত্রে প্রতি ইউনিট পিছু সাড়ে ৪ টাকা লাগবে।

৪০১ থেকে ৮০০ ইউনিট খরচের ক্ষেত্রে ইউনিট প্রতি সাড়ে ৬ টাকা লাগবে।

৮০১ থেকে ১২০০ ইউনিট খরচের ক্ষেত্রে ইউনিট প্রতি ৭ টাকা লাগবে।

এই ভর্তুকিই এবার থেকে বন্ধ করে দিচ্ছে দিল্লি সরকার।