Third Gender: এবার চাকরির পরীক্ষায় ‘তৃতীয় লিঙ্গ’ ক্যাটেগরি, বড় পদক্ষেপ দিল্লিতে
Delhi Government: দিল্লিতে যে কোনও সরকারি চাকরির পরীক্ষার আবেদনপত্রে পুরুষ ও মহিলার পাশাপাশি তৃতীয় লিঙ্গের জন্য পৃথক ক্যাটেগরির ব্যবস্থাও রাখা হবে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেজরীবালের সরকারের নারী ও শিশু কল্যণ দফতর।
নয়া দিল্লি: তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্য দূর করতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের। এবার থেকে সেখানে যে কোনও সরকারি চাকরির পরীক্ষার আবেদনপত্রে পুরুষ ও মহিলার পাশাপাশি তৃতীয় লিঙ্গের জন্য পৃথক ক্যাটেগরির ব্যবস্থাও রাখা হবে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেজরীবাল সরকারের নারী ও শিশু কল্যণ দফতর। একইসঙ্গে সরকারি আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়েছে, যদি কারও ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকে, তাঁদের নাম বা ছবির ক্ষেত্রে মিল না পেলেও যেন তাঁদের আবেদন গ্রহণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে সম্প্রতি ট্রান্সজেন্ডারদের উন্নয়নের জন্য একটি অ্যাডভাইজ়রি প্রকাশ করা হয়েছে। ট্রান্সজেন্ডারদের জীবনকে কীভাবে আরও উন্নত করা যায়, তার জন্য বেশ কিছু সুপারিশও রয়েছে সেখানে। সেপ্টেম্বরে ওই অ্যাডভাইজ়রি প্রকাশ করা হয়েছিল। তখন কমিশনের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছিল, যাতে এই সুপারিশগুলি কার্যকর করা হয়। এরপরই দিল্লি সরকারের এই পদক্ষেপ। শুধু চাকরির পরীক্ষার আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের ক্য়াটেগরি সংযোজিত করাই নয়, আরও বেশ কিছু পদক্ষেপ করেছে দিল্লি সরকার।
প্রতিটি জেলায় ট্রান্সজেন্ডারদের জন্য বৈষম্য দূরীকরণ সেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈষম্য দূরীকরণ সেলে তিনজন করে সদস্য থাকবেন। সদস্যদের মধ্যে অন্তত একজন মহিলা কিংবা ট্রান্সজেন্ডার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী দিনে চাকরি ক্ষেত্রে শূন্যপদ প্রকাশের সময়েও তৃতীয় লিঙ্গের জন্য পৃথক ক্যাটেগরি রাখারও সিদ্ধান্ত নিয়েছে কেজরীবালের সরকার। কর্মক্ষেত্রে সব লিঙ্গের সমানাধিকারের বিষয়ে আরও বেশি করে সচেতন করতেও একগুচ্ছ কর্মসূচির চিন্তাভাবনা রয়েছে দিল্লির নারী ও শিশু কল্যাণ দফতরের। ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি বাস টার্মিনালগুলিতেও পৃথক শৌচালয় গঠনের প্রস্তাব দিয়েছে নারী ও শিশু কল্যাণ দফতর।