Air Pollution: বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা!

Air Pollution: সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম।

Air Pollution: বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা!
ধোঁয়াশায় আবছা হয়েছে ইন্ডিয়া গেটও।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 12:38 PM

কলকাতা: বিষিয়ে উঠছে বাতাস। শ্বাস নেওয়াই দায় হয়ে উঠেছে। বিগত এক সপ্তাহ ধরেই ভয়াবহ পরিস্থিতি দিল্লির। বিষিয়ে উঠেছে রাজধানীর বাতাস। বিগত তিনদিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত ভয়ঙ্কর’ মাত্রায় রয়েছে। তবে শুধু দিল্লিই নয়, দূষণে পাল্লা দিচ্ছে বাণিজ্যনগরী মুম্বই ও কলকাতাও। ক্রমাগত বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। আজ, রবিবার বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলির তালিকায় প্রথম স্থানেই রয়েছে দিল্লি। তালিকায় রয়েছে মুম্বই ও কলকাতার নাম!

সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। সেখানে বাতাসের গুণমান ১৬২। তালিকায় এরপরে রয়েছে চিনের বেশ কয়েকটি শহর ও কুয়েত সিটি।

প্রকাশিত তথ্য

প্রতি বছর শীতের শুরু থেকেই বিষিয়ে উঠতে শুরু করে দিল্লি-এনসিআরের বাতাস। মূলত পার্শ্ববর্তী রাজ্য় হরিয়ানা, উত্তর প্রদেশ ও পঞ্জাবে কৃষিজমিতে খড়কুটো পোড়ানোর কারণে ব্যাপক দূষণ ছড়ায়। এছাড়া গাড়ির দূষণ তো রয়েইছে। কম তাপমাত্রা ও বাতাসের গতির অভাবে দ্রুত বায়ুদূষণ বাড়ে।

দূষণ বাড়লেই পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতাও। প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে ব্যাপক বায়ুদূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই চোখ-নাক-গলা জ্বালা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। চিকিৎসকেরাও সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের।