Delhi MCD Election Results 2022: পুর-দিল্লি কেজরীর: বিজেপির ১৫ বছরের রেকর্ড ভেঙে পুরনিগম দখল আপের

| Edited By: | Updated on: Dec 07, 2022 | 7:15 PM

Delhi MCD Polls Results 2022 LIVE Counting Updates in Bengali: টিভি নাইন সহ একাধিক বুথ ফেরত সমীক্ষাতেই জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।

Delhi MCD Election Results 2022: পুর-দিল্লি কেজরীর: বিজেপির ১৫ বছরের রেকর্ড ভেঙে পুরনিগম দখল আপের
ছবি সৌজন্যে: টিভি ৯ বাংলা

আজ দিল্লির পুরনিগম নির্বাচনের ফলপ্রকাশ। কেজরীবালের ঝাড়ুর ঝড় উঠবে নাকি বিজেপির মুঠোতেই থাকবে দিল্লির পুরনিগম, তার দিকেই তাকিয়ে গোটা দেশ। রবিবারই দিল্লির পুরনিগমের ২৫০ আসনে ভোট গ্রহণ হয়। আজ সেই নির্বাচনেরই ফলপ্রকাশ হবে। রাজ্যে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি ক্ষমতায় থাকলেও, বিগত ১৫ বছর ধরে পুরনিগম নিজের দখলে ধরে রেখেছে বিজেপি। তবে এবার সেই ক্ষমতা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। টিভি নাইন সহ একাধিক বুথ ফেরত সমীক্ষাতেই জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি। দিল্লির পুরনিগম দখল করতে ১২৬টি আসনে জিততে হবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Dec 2022 03:40 PM (IST)

    দিল্লি পুরভোটের গণনা সম্পূর্ণ

    দিল্লি পুরভোটের গণনার শেষে আপ-এর ঝুলিতে পড়েছে ১৩৪টি আসন, বিজেপি পেয়েছে ১০৭টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র ৯টি আসন এবং অন্যান্যদের ঝুলিতে গিয়েছে ৩টি আসন। অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টিকে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন।

  • 07 Dec 2022 03:16 PM (IST)

    দিল্লিবাসীকে ধন্যবাদ কেজরীবালের

    দিল্লির পুরনিগমে জয়ের পরে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

  • 07 Dec 2022 02:17 PM (IST)

    জয়ের উদযাপনে খুদে ‘কেজরীবাল’

  • 07 Dec 2022 02:02 PM (IST)

    সংখ্যাগরিষ্ঠতা পেল আপ, ৯৭টি আসন বিজেপির দখলে

    দিল্লির পুরনিগম এবার আম আদমি পার্টির দখলে। দিল্লির পুরনিগমে আম আদমি পার্টি ১২৬টি আসনে জয়ী হল। অন্যদিকে, বিজেপি জিতেছে ৯৭টি আসনে। কংগ্রেসের দখলে রয়েছে ৭টি আসনে।

  • 07 Dec 2022 12:56 PM (IST)

    ১০০-র গণ্ডি পার করল আপ

    সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি আম আদমি পার্টি। ১০৬টি আসনে জিতেছে আপ, তারা এগিয়ে রয়েছে ২৬টি আসনে। অন্যদিকে, বিজেপি ৮৪টি আসনে জিতেছে, এগিয়ে রয়েছে ২০টি আসনে।

  • 07 Dec 2022 12:53 PM (IST)

    সংখ্য়াগরিষ্ঠতার দিকে এগোচ্ছে আপ

    এবারের পুরনিগমে বিজেপির ১৫ বছরের রেকর্ড ভাঙতে পারে আম আদমি পার্টি। বর্তমানে আপ ৮৯টি আসনে জিতে গিয়েছে। এগিয়ে রয়েছে ৪৭টি আসনে। অন্যদিকে, বিজেপি জিতেছে ৬৯টি আসনে, এগিয়ে রয়েছে ৩২টি আসনে।

  • 07 Dec 2022 12:25 PM (IST)

    বিজয় উল্লাস শুরু আপ সমর্থকদের

    নির্বাচনের পূর্ণাঙ্গ ফল এখনও প্রকাশ হয়নি। তার আগেই আনন্দ উচ্ছাসে মাতল আপ সমর্থকরা। এখনও অবধি ৭৮টি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১২৬টি আসন।

  • 07 Dec 2022 12:15 PM (IST)

    ৭৫টি আসনে জয়ী আম আদমি পার্টি

    দিল্লির পুরনিগমে আম আদমি পার্টির জয়জয়কার। ইতিমধ্যেই গণনা চলছে ২৫০টি আসনে। শেষ আপডেট অনুযায়ী, আম আদমি পার্টি ৭৫টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ৬০টি আসনে। অন্যদিকে বিজেপি ৫৫টি আসনে জয়ী হয়েছে। ৪৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪টি আসন, তারা এগিয়ে রয়েছে আরও ৫টি আসনে।

  • 07 Dec 2022 11:54 AM (IST)

    ৫৬টি আসনে জয়ী আপ

    গণনা যত এগোচ্ছে, ধীরে ধীরে ব্যবধান বাড়ছে আপ ও বিজেপির। শেষ খবর পাওয়া অবধি, আম আদমি পার্টি ৫৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিজেপি ৪৬টি আসনে জয়ী হয়েছে।

  • 07 Dec 2022 11:26 AM (IST)

    ৩১ টি আসনে জয়ী আপ, বিজেপির দখলে ৩২টি আসন

    সেয়ানে সেয়ানে টক্কর চলছে দিল্লিতে। পুরনিগমে ৩১টি আসনে জয়ী হল আম আদমি পার্টি, বিজেপির দখলে রয়েছে ৩২টি আসন। বর্তমানে ৭৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আম আদমি পার্টি ১০১টি আসনে এগিয়ে।

  • 07 Dec 2022 11:11 AM (IST)

    ১৪টি করে আসনে জয়ী বিজেপি ওআপ, খাতা খুলল কংগ্রেস

    দিল্লির পুরনিগমের নির্বাচনে ১৪টি করে আসনে জয়ী হল বিজেপি ও আম আদমি পার্টি। অন্যদিকে, খাতা খুলল কংগ্রেসও। আপাতত দুটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ৯১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ১১৬টি আসনে এগিয়ে আপ।

  • 07 Dec 2022 11:04 AM (IST)

    ১০টি আসনে জয়ী বিজেপি

    চলছে দিল্লির পুরনিগম নির্বাচনের ভোটগণনা। সকাল ১০টা অবধি গণনার পর জানা গিয়েছে, বিজেপি ১০টি আসনে জয়ী হয়েছে। ৬টি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। বর্তমানে ১২১টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।

  • 07 Dec 2022 10:03 AM (IST)

  • 07 Dec 2022 10:02 AM (IST)

    ১০৯টি ওয়ার্ডে এগিয়ে আপ

    গণনা শুরুর পর প্রাথমিক তথ্য অনুযায়ী, আম আদমি পার্টি ১০৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১০৫টি ওয়ার্ডে ও কংগ্রেস এগিয়ে রয়েছে ৯টি আসনে।

  • 07 Dec 2022 09:15 AM (IST)

    গণনার শুরুতে এগিয়ে বিজেপি

    বুথফেরত সমীক্ষায় এগিয়েছিল আম আদমি পার্টি। কিন্তু গণনা শুরুর প্রথম এক ঘণ্টা পার হতেই দেখা গেল এগিয়ে রয়েছে বিজেপি। ২৫০টি আসনের মধ্যে ১২২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ১০১ টি আসনে।

  • 07 Dec 2022 08:43 AM (IST)

    বুথফেরত সমীক্ষায় এগিয়ে আপ

    বিগত ১৫ বছর ধরে দিল্লির পুরনিগম বিজেপির দখলে থাকলেও, এবারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিই।

  • 07 Dec 2022 08:41 AM (IST)

    শুরু হল দিল্লির পুরনিগমের ভোটগণনা সকাল ৮টা

    আজ দিল্লির পুরনিগমের নির্বাচনের ফলাফল। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা।

Published On - Dec 07,2022 8:38 AM

Follow Us: