Samatha Kumbh: সামাথা কুম্ভের ষষ্ঠদিনে পালিত হচ্ছে দোলৎসবম, ভক্তদের মাঝে উপস্থিত চিন্না জিয়ার স্বামী

Samatha Kumbh: আগামী ১২ ফেব্রুয়ারি অবধি চলবে এই সামাথা কুম্ভের অনুষ্ঠান। প্রত্যেকদিনই বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

| Edited By: | Updated on: Feb 08, 2023 | 10:48 AM
মহা সমারোহে পালিত হচ্ছে বসন্তোৎসবম। আজ উৎসবের ষষ্ঠদিনে ঈশ্বর পেরুমলের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দোলৎসবম নামে পরিচিত। ব্রাহ্মোৎসবমের এই অনুষ্ঠানে ঈশ্বর পেরুমল শায়িত অবস্থায় থাকেন। ভক্তরা তার কাছে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

মহা সমারোহে পালিত হচ্ছে বসন্তোৎসবম। আজ উৎসবের ষষ্ঠদিনে ঈশ্বর পেরুমলের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দোলৎসবম নামে পরিচিত। ব্রাহ্মোৎসবমের এই অনুষ্ঠানে ঈশ্বর পেরুমল শায়িত অবস্থায় থাকেন। ভক্তরা তার কাছে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

1 / 9
প্রভু সামাথা মূর্তির নামানুসারেই সামাথা কুম্ভের নামকরণ করা হয়েছে। এই অনুষ্ঠানটিকে বৈদিক দার্শনিক শ্রী রামানুচার্যের চিরন্তন অবদানের প্রতীক হিসাবেই গণ্য করা হয়। অনুষ্ঠানে ভক্ত ও পুজারিরা নামকীর্তন করে ঈশ্বরকে ঘুম পাড়ান। এরপরে চারটি বৈদিক আবৃত্তি শোনানো হয়।

প্রভু সামাথা মূর্তির নামানুসারেই সামাথা কুম্ভের নামকরণ করা হয়েছে। এই অনুষ্ঠানটিকে বৈদিক দার্শনিক শ্রী রামানুচার্যের চিরন্তন অবদানের প্রতীক হিসাবেই গণ্য করা হয়। অনুষ্ঠানে ভক্ত ও পুজারিরা নামকীর্তন করে ঈশ্বরকে ঘুম পাড়ান। এরপরে চারটি বৈদিক আবৃত্তি শোনানো হয়।

2 / 9
উল্লেখ্য, স্ট্যাচু অব ইক্যুয়ালিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামাথা কুম্ভের আয়োজন করা হয়েছে। দিনভর নানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, স্ট্যাচু অব ইক্যুয়ালিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামাথা কুম্ভের আয়োজন করা হয়েছে। দিনভর নানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

3 / 9
অনুষ্ঠানের ষষ্ঠদিনের সকালেই আচার্যের উপস্থিতিতে যজ্ঞশালায় গুরুপরম্পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের ষষ্ঠদিনের সকালেই আচার্যের উপস্থিতিতে যজ্ঞশালায় গুরুপরম্পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

4 / 9
এরপরে মন্ত্র অনুষ্ঠানম, অঙ্গনাসম ও করণাসম অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা।

এরপরে মন্ত্র অনুষ্ঠানম, অঙ্গনাসম ও করণাসম অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা।

5 / 9
এরপরে প্রার্থনা অনুষ্ঠান, শান্তিপাঠ ও বৈদিক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে যজ্ঞশালায়।

এরপরে প্রার্থনা অনুষ্ঠান, শান্তিপাঠ ও বৈদিক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে যজ্ঞশালায়।

6 / 9
আগামী ১২ ফেব্রুয়ারি অবধি চলবে এই সামাথা কুম্ভের অনুষ্ঠান। প্রত্যেকদিনই বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী চিন্না জিয়ার স্বামী। 

আগামী ১২ ফেব্রুয়ারি অবধি চলবে এই সামাথা কুম্ভের অনুষ্ঠান। প্রত্যেকদিনই বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী চিন্না জিয়ার স্বামী। 

7 / 9
পেরুমল পথ তীর্থে শ্রী চিন্না জিয়ার স্বামী সকল ভক্তদের আশীর্বাদ করেন।  

পেরুমল পথ তীর্থে শ্রী চিন্না জিয়ার স্বামী সকল ভক্তদের আশীর্বাদ করেন।  

8 / 9
১১ দিনের এই ব্রাহ্মোৎসমের ষষ্ঠদিন ছিল মঙ্গলবার। আগামী ১২ ফেব্রুয়ারি শেষ হবে সামাথা কুম্ভ।

১১ দিনের এই ব্রাহ্মোৎসমের ষষ্ঠদিন ছিল মঙ্গলবার। আগামী ১২ ফেব্রুয়ারি শেষ হবে সামাথা কুম্ভ।

9 / 9
Follow Us: