Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh 2025: প্রবল ভিড়, প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দিল রেল! কবে খুলবে?

Maha Kumbh 2025: শেষ বেলায় পুণ্য স্নান করতে নামছে ভক্তদের ঢল। তাই ভিড় নিয়ন্ত্রণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ।

Maha Kumbh 2025: প্রবল ভিড়, প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দিল রেল! কবে খুলবে?
ফাইল ফোটোImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 18, 2025 | 2:51 PM

আর কয়েকটা দিন বাকি হাতে, শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে মহাকুম্ভ মেলা ২০২৫। শেষ বেলায় পুণ্য স্নান করতে নামছে ভক্তদের ঢল। তাই ভিড় নিয়ন্ত্রণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ। এর আগেও ১৪ থেকে ১৬ তারিখ অবধি প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রেল। কিন্তু ভিড় না কমায় ফের সেই সীমা বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে যারা মহাকুম্ভে তীর্থ যাত্রায় যাচ্ছেন তাঁরা হয় প্রয়াগরাজ জংশন বা ফাফামাউ স্টেশন হয়ে যাতায়াত করতে পারবেন। অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।

গত রবিবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রয়াগরাজ জংশনে বিশাল সংখ্যায় মানুষ ভিড় করেন। স্টেশনের দিকে যাওয়ার সব রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায়। মাইকে করে বার বার প্রশাসনের তরফে পরে স্টেশনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

সকাল থেকেই সুবেদারগঞ্জ, ফাফামাউ, ছেওকি, রামবাগ প্রয়াগরাজ, ঝুনসি এবং প্রয়াগরাজ জংশনে উপচে পড়ে ভিড়। রেলওয়ে স্টেশন ছাড়াও, বাসস্ট্যান্ডগুলিতে উপচে পড়া ভিড়। ঝুনসির রোডওয়েজের অস্থায়ী বাসস্টপে, গোরক্ষপুর, সুলতানপুর, জৌনপুর, বারাণসী, মাউ, গাজিপুর এবং অন্যান্য জেলায় যাওয়ার জন্য উপচে পড়ে মানুষের ভিড়। একইভাবে, নেহেরু পার্কে অবস্থিত অস্থায়ী বাস স্টপে যাত্রীরা কানপুর, খাগা, ফতেহপুর ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য ভিড় করেন। ফাফমাউয় স্টেশনে ভিড় জমান প্রতাপগড়, লখনউ, সীতাপুর, লক্ষ্মীপুর খেরি, বাস্তি, বাহরাইচ এবং নৈনিতে চিত্রকূট, মাহোবা, ললিতপুর, ঝাঁসি, বান্দা, রেওয়া, মির্জাপুর এবং মধ্যপ্রদেশে যাওয়ার যাত্রীরা।

প্রসঙ্গত, মৌনী অমাবস্যার রাতে কুম্ভ প্রাঙ্গণে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩০ জনের। আহত হয় ৬০ জন। ক’দিন আগেই নয়া দিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। দেশের বহু স্টেশনে ভরে গিয়েছে তীর্থ যাত্রীদের ভিড়ে। সর্বত্রই কুম্ভগামীদের ভিড়ে চিন্তায় প্রশাসনও।