Sonia Gandhi Appears Before ED: সঙ্গে রয়েছে নেবুলাইজ়ার, পাবেন বিশ্রামের সুযোগও! খোলামেলা ঘরেই সনিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু ৫ আধিকারিকের

Sonia Gandhi Appears Before ED: জিজ্ঞাসাবাদ চলাকালীন সনিয়া গান্ধী ক্লান্তবোধ করলে, তাঁকে বিশ্রাম করতে দেওয়া হবে। তাঁর জন্য একজন মেডিক্যাল অফিসারকেও ইডির দফতরে আনা হয়েছে।

Sonia Gandhi Appears Before ED: সঙ্গে রয়েছে নেবুলাইজ়ার, পাবেন বিশ্রামের সুযোগও! খোলামেলা ঘরেই সনিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু ৫ আধিকারিকের
প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে ইডির দফতরে পৌঁছলেন সনিয়া গান্ধী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 12:52 PM

নয়া দিল্লি: রাস্তায় কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ, তার মাঝেই ইডির দফতরে পৌঁছলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হবে তাঁকে। জুলাই মাসের শুরুতেই কংগ্রেস নেত্রীকে ইডি তলব করলেও, করোনা আক্রান্ত হওয়ায় তিনি সেই সময়ে হাজিরা দিতে পারেননি। আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্য়াসিস্টেন্ট ডিরেক্টর পদের আধিকারিকের নেতৃত্বে পাঁচজন মহিলা সদস্য সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করবেন। করোনামুক্ত হলেও, বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যা রয়েছে কংগ্রেস নেত্রীর। জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর যাতে দমবন্ধ না হয়ে আসে, তার জন্য বড় ও খোলা একটি ঘর বাছাই করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ হাওয়া বাতাস চলাচল করে। সনিয়া গান্ধীকে ৩-৪ ঘণ্টা অন্তরই নেবুলাইজ়ার ব্যবহার করতে হচ্ছে। তাই ওনার সঙ্গে একটি নেবুলাইজ়ার মেশিনও রাখা থাকবে।

জিজ্ঞাসাবাদ চলাকালীন সনিয়া গান্ধী ক্লান্তবোধ করলে, তাঁকে বিশ্রাম করতে দেওয়া হবে। তাঁর জন্য একজন মেডিক্যাল অফিসারকেও ইডির দফতরে আনা হয়েছে। যদি অসুস্থবোধ করেন, তবে সঙ্গে সঙ্গে ইডি দফতর থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। উপস্থিত থাকবেন সনিয়া গান্ধীর আইনজীবীও, তবে জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁকে সনিয়া গান্ধীর সঙ্গে বসতে দেওয়া হবে না। উল্লেখ্য, এই প্রথম কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হচ্ছেন সনিয়া গান্ধী।

সনিয়া গান্ধীর সঙ্গেই ইডি দফতরে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তবে তাঁকে সনিয়া গান্ধীর সঙ্গে বসতে দেওয়া হবে না। মেডিক্যাল অফিসারের ঘরেই তাঁর বসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পরই ইডির দফতরে ঢুকতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। আজ তাঁকে হাজিরায় ডাকা না হলেও, মায়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি এসেছেন বলে জানা গিয়েছে।

এদিকে, ইডির তলবের বিরুদ্ধে ধর্নায় বসেন কংগ্রেসের শীর্ষ নেতারা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সচিন পাইলট সহ একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।