এবার ফেসবুক থেকেও সরানো হল দিল্লি নাবালিকা ধর্ষণকাণ্ডে রাহুলের বিতর্কিত পোস্ট

সূত্রের খবর, গত সপ্তাহেই রাহুল গান্ধীকে পোস্ট সরানোর কথা বলা হয়েছিল। শুক্রবার ফেসবুক জানিয়ে দিল তা সরানো হয়েছে।

এবার ফেসবুক থেকেও সরানো হল দিল্লি নাবালিকা ধর্ষণকাণ্ডে রাহুলের বিতর্কিত পোস্ট
ফাইল ছবি- PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 8:30 PM

নয়া দিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন ফেসবুক ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এবার ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে সরানো হল রাহুলের পোস্ট। দিল্লির নাবালিকা ধর্ষণকাণ্ডে ছবি পোস্ট করাকে ঘিরে বিতর্কে নাম জড়ায় রাহুল গান্ধীর। ফেসবুকের তরফে জানানো হয়েছে, তাদের পলিসিগত বিরোধের কারণে রাহুল গান্ধীর পোস্টটি সরানো হল।

গত ৪ অগস্ট শিশু সুরক্ষা কমিশনের চিঠি পেয়ে টুইটার রাহুল গান্ধীর অ্যাকাউন্ট থেকে ওই ছবিটি মুছে ফেলে। পরদিনই রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ফেসবুকের তরফে তখনও কোনও পদক্ষেপ করা হয়নি। যা নিয়ে উষ্মা প্রকাশ করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কমিশনের তরফে ফের একটি চিঠি পাঠিয়ে বলা হয়, “রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা জবাব দেওয়ার কোনও রিপোর্ট আসেনি।”

সূত্রের খবর, গত সপ্তাহেই রাহুল গান্ধীকে পোস্ট সরানোর কথা বলা হয়েছিল। শুক্রবার ফেসবুক জানিয়ে দিল তা সরানো হয়েছে। দিল্লি ক্যানটনমেন্ট এলাকায় ৯ বছরের এক নাবালিকাকে জল নিতে যাওয়ার সময় ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় শ্মশানের প্রধান পুরোহিতের নাম জড়ায় এই ঘটনায়। প্রমাণ লোপাট করতে শিশুটির দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয় নির্যাতিতার পরিবারকে।

সেই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, “মা-বাবার চোখের জল শুধু একটাই কথা বলছে, তাদের মেয়ে, দেশের মেয়ে বিচার চায়। আমি ওনাদের সঙ্গে রয়েছি।” এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। একজন নির্যাতিতার পরিবারের ছবি সামনে আনা নিয়ে শিশু কমিশন সরব হয়। এমনিতেই কেন্দ্রের তথ্য প্রযুক্তি আইন অমান্য করে আইনি সুরক্ষা হারিয়েছে টুইটার। একাধিক পোস্ট ঘিরেও আইনি জটিলতায় জড়িয়েছে এই মাইক্রো-ব্লগিং সাইট। তাই বিপত্তি বাড়ার আগে তড়িঘড়ি রাহুলের টুইটটি সরিয়ে দেয়। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম পদক্ষেপ না করায় ক্ষোভ বাড়ছিল। অবশেষে তারাও রাহুল গান্ধীর পোস্টটি সরিয়ে দিল। আরও পড়ুন: ‘তালিবান সন্ত্রাসবাদী নয়, দেশের জন্য লড়ছে’, ভারতীয় উর্দু কবির মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক