Jammu-Kashmir: কেউ ফোন করেছিলেন সকালে, কারও বাড়ি ফেরার কথা ছিল অক্টোবরে, শোকে পাথর নিহত জওয়ানদের পরিবার

Martyred Jawan: বুধবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনী ও পুলিশ। অনন্তনাগের গারোল এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনাক ও পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট। রাতভর চলে জঙ্গি দমন অভিযান। নিহত জওয়ানদের পরিবারে নেমেছে শোকের ছায়া।

Jammu-Kashmir: কেউ ফোন করেছিলেন সকালে, কারও বাড়ি ফেরার কথা ছিল অক্টোবরে, শোকে পাথর নিহত জওয়ানদের পরিবার
নিহত জওয়ানের কফিনের সামনে তাঁর বাবা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 11:50 AM

শ্রীনগর: কারোর অক্টোবরে বাড়ি ফেরার কথা ছিল, কেউ আবার ফোনে শেষবার বলেছিলেন যে এখন ব্যস্ত রয়েছেন, পরে কথা বলবেন। কথা রাখতে পারলেন না কেউই। জঙ্গিদের গুলিতে শহিদ হলেন সেনাবাহিনীর দুই জওয়ান ও এক পুলিশকর্মী। বুধবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনী ও পুলিশ। অনন্তনাগের (Anantanag) গারোল এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনাক ও পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট। রাতভর চলে জঙ্গি দমন অভিযান। নিহত জওয়ানদের পরিবারে নেমেছে শোকের ছায়া। তারা কেউই বিশ্বাস করতে পারছেন না যে প্রিয়জন আর বাড়ি ফিরবেন না।

কর্নেল মনপ্রীত সিংয়ের পরিবার জানিয়েছেন, বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটেই শেষবার কথা হয়েছিল তাঁদের মধ্যে। ১৯তম রাষ্ট্রীয় রাইফেলের কম্যান্ডিং অফিসার ছিলেন তিনি। কর্নেল সিংয়ের শ্যালক বীরেন্দর গিল বলেন, “ভোরবেলাই কথা হয়েছিল আমাদের। ও (কর্নেল) তখন বলেছিল যে ব্যস্ত রয়েছে, পরে কথা বলবে। ও খুব ভাল মানুষ ছিল। গত বছরই সেনা মেডেল পেয়েছিল। আমি ওকে স্যালুট জানাই।”

অন্যদিকে, হরিয়ানার পানিপথের বাসিন্দা মেজর আশীষ ধোনাকের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই বছরের সন্তান। মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর কাকা বলেন, “শেষবার ফোনে কথা হয়েছিল। দেড় মাস আগেই ও বাড়িতে এসেছিলেন। আবার অক্টোবরে আসার কথা ছিল বাড়ি বদল করার জন্য।”

নিহত পুলিশকর্মী হুমায়ুন ভাট জম্মু-কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেন্ডেট ছিলেন। তাঁর বাবা গুলাম হাসান ভাট জম্মু-কাশ্মীর পুলিশের অবসর ইন্সপেক্টর জেনারেল। মাত্র দুই মাস আগেই তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল।

বুধবার অনন্তনাগের কোকেরনাগ এলাকার জঙ্গল থেকে দুই সেনা জওয়ান ও পুলিশ অফিসারের দেহ উদ্ধার করা হয়।