G-20 Delhi: জি-২০ সামিটের জন্য মোবাইল অ্যাপ প্রকাশ, কী বৈশিষ্ট্য? কারা ডাউনলোড করতে পারবেন?

G-20 App: জি-২০ সামিট উপলক্ষ্যে নয়া অ্যাপ (Mobile app) নিয়ে এল কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে এই অ্যাপ প্রকাশ করা হয়। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে জি-২০ ইন্ডিয়া। যে কোনও স্মার্ট ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

G-20 Delhi: জি-২০ সামিটের জন্য মোবাইল অ্যাপ প্রকাশ, কী বৈশিষ্ট্য? কারা ডাউনলোড করতে পারবেন?
জি-২০ অ্যাপ প্রকাশ।Image Credit source: News9
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 11:02 PM

নয়া দিল্লি: জি-২০ শীর্ষ সম্মেলনের (G-20 Summit) আর হাতেগোনা কয়েকদিন বাকি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান-সহ বহু বিদেশি অতিথি উপস্থিত হতে চলেছেন। তাঁদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে তৎপর নরেন্দ্র মোদী সরকার। তাই এবার জি-২০ সামিট উপলক্ষ্যে নয়া অ্যাপ (Mobile app) নিয়ে এল কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে এই অ্যাপ প্রকাশ করা হয়। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে জি-২০ ইন্ডিয়া। যে কোনও স্মার্ট ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এটির মাধ্যমে যেমন বিদেশি অতিথিদের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে, তেমনই বিদেশি অতিথিরা সহজেই দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এমনকি ভারত মণ্ডপমে (Bharat Mandapam) ও পৌঁছে যেতে পারবেন। ভারত মণ্ডপমেই বসতে চলেছে জি-২০ সামিট।

এদিন মন্ত্রী পরিষদের বৈঠকেও জি-২০ ইন্ডিয়া অ্যাপ ব্যবহারের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি অতিথিদের সঙ্গে সহজে যোগাযোগ রাখতে মন্ত্রী পরিষদের সদস্যদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করার কথা বলেছেন তিনি। জি-২০ সামিট নিয়ে এই বিশেষ অ্যাপ ভারতের ডিজিটাল ক্ষেত্রে এক বড় মাইলস্টোন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জি-২০ মোবাইল অ্যাপ কী?

১) জি-২০ ইন্ডিয়া মোবাইল অ্যাপটি প্রাথমিকভাবে বিদেশি প্রতিনিধি এবং সংবাদমাধ্যম-সহ বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের জি-২০ সামিটে অংশগ্রহণকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হয়েছে। গত ছয় মাসে অনুষ্ঠিত মিটিং এবং আসন্ন শীর্ষ সম্মেলনে এটিতে পাওয়া যাবে। ২) অ্যাপটি থেকে জি-২০ সামিট সম্পর্কিত বিভিন্ন তথ্য, প্রেস রিলিজ, ছবি, মানচিত্র এবং জি-২০-র বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। ৩) সমস্ত জি-২০-ভুক্ত দেশের ব্যবহারকারীরা অ্যাপটি রেজিস্টার্ড করতে এবং ব্যবহার করতে পারবেন। এটি হিন্দি, ইংরেজি, ম্যান্ডারিন এবং বাহাসা সহ বিভিন্ন ভাষায় পাওয়া যাবে। এমনকি এটিতে স্পিচ-টু-স্পিচ এবং টেক্সট-টু-টেক্সট অনুবাদেরও বৈশিষ্ট্য রয়েছে, যা এই সামিটে আগত প্রতিনিধিদের যোগাযোগের সহায়তা করবে।

কারা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন?

১) যে কেউ সাধারণ স্মার্টফোন ব্যবহার করলেই জি-২০ ইন্ডিয়া মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ২) অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোনেও এই অ্যাপ ডাউনলোড করা যাবে। ৩) গত বছরের নভেম্বরে বিদেশমন্ত্রক ডাউনলোডের জন্য উপলব্ধ করার পর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।

জি-২০ ইন্ডিয়া অ্যাপের বৈশিষ্ট্য

১) অ্যাপটি রাষ্ট্রসঙ্ঘের পাঁচটি ভাষা প্রদান করে, সেগুলি হল – ইংরেজি, হিন্দি, জার্মান, জাপানি এবং পর্তুগিজ। এছাড়া বহুভাষিক প্রাথমিক নেভিগেশন হয়। ২)অ্যাপটি প্রতিনিধিদের জি-২০ দেশের সব ভাষায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। ৩) ভারতের সভাপতিত্বে জি-২০ লোগো, থিম এবং আয়োজক শহরগুলির বিবরণ-সহ জি-২০ সামিটের সম্পূর্ণ তথ্য দেবে। ৪) নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য একটি আলাদা পেজ/তথ্য রয়েছে, যার মধ্যে এই সামিটে অংশগ্রহণকারী নেতাদের তথ্য এবং তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ৫) জি-২০-র ওয়ার্কস্টিম এবং এনগেজমেন্ট গ্রুপের বিস্তারিত তথ্য রয়েছে। ৬) জি-২০ সচিবালয়ের বিশদ বিবরণ এবং এনগেজমেন্ট গ্রুপের জন্য যোগাযোগের পয়েন্ট রয়েছে। ৭) ভারতে আয়োজিত জি-২০ ইভেন্টের সমগ্র ক্যালেন্ডার, ভার্চুয়াল ট্যুর এবং নেভিগেশন পাওয়া যাবে। ৮) প্রেস রিলিজ, বক্তৃতা, প্রতিনিধিদের অভিজ্ঞতা, ফটো, ভিডিয়ো এবং #G20IndiaStory “এক্সপ্লোর ইন্ডিয়া” বিভাগে পাওয়া যাবে।