মেলা থেকে ফেরার পথে ‘গণধর্ষিতা’ কিশোরী, অভিযোগ নিতে ‘গড়িমসি’ পুলিশের

মেলা দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার এক নাবালিকা। বাইকে করে তুলে নিয়ে গিয়ে দুই অভিযুক্ত তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অত্যাচারের পর ওই নাবালিকাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরের দিন নির্যাতিতার কাকা তাকে উদ্ধার করে। এবং নাবালিকা তার মাকে গোটা ঘটনার কথা জানায়।

মেলা থেকে ফেরার পথে ‘গণধর্ষিতা’ কিশোরী, অভিযোগ নিতে ‘গড়িমসি’ পুলিশের
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 2:34 PM

কানপুর: দশেরা উপলক্ষ্যে বসেছিল মেলা। তা দেখতে দুই ভাইয়ের সঙ্গে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। মেলা দেখে যখন বাড়ি ফিরছিল তখন তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাইকে করে আসা দুই যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। তার পর নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। গণধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধেও গড়িমসি করার অভিযোগ উঠেছে।

মেলা দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার এক নাবালিকা। বাইকে করে তুলে নিয়ে গিয়ে দুই অভিযুক্ত তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অত্যাচারের পর ওই নাবালিকাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরের দিন নির্যাতিতার কাকা তাকে উদ্ধার করে। এবং নাবালিকা তার মাকে গোটা ঘটনার কথা জানায়।

এর পর থানায় পরিবারের লোকের সঙ্গে থানায় অভিযোগ করতে যায় ওই কিশোরী। কিন্তু পুলিশ ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করেছিল বলে অভিযোগ উঠেছে। ওই নির্যাতিতার পরিবারের লোকেরা জানিয়েছে, পুুলিশ জানিয়েছিল ধর্ষণের অভিযোগ করলে পরবর্তী কালে তার বিয়ে দিতে সমস্যা হবে। মান সম্মান নষ্টের ভয় দেখিয়ে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এবং ইভ টিজিংয়ের মামলা দায়ের করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করা হয়েছে। তার পর ধর্ষণের অভিযোগ যুক্ত করা হয়েছে।