COVID Meeting: বাড়ছে কোভিড সংক্রমণ, বাংলা-সহ সব রাজ্যের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি: মার্চে মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। গত কয়েক সপ্তাহে তা বাড়তে বাড়তে শুক্রবার ৬ হাজার ছাড়িয়েছে। কোভিড সংক্রমণের এই বৃদ্ধি কোভিড অতিমারির চতুর্থ ঢেউয়ের আশঙ্কা তৈরি করেছে। দেশের অতিমারি পরিস্থিতি নিয়ে সজাগ কেন্দ্র। পরিস্থিতিকে কোনও মতেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে রাজি নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। শুক্রবার বিকালে সেই বৈঠক হওয়ার কথা। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এনটিজিএআই (National Technical Advisory Group on Immunisation) -এর আধিকারিকরাও উপস্থিত থাকবেন সেই বৈঠকে।
দেশে কোভিড সংক্রমণ বাড়লেও সব রাজ্যেই তা বেশি এমনটা নয়। তবে কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। দৈনিক আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। যেমন কেরল। দক্ষিণ ভারতের এই রাজ্যে হু হু বাড়ছে দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯০০ পার করেছিল। মহারাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৮০০-র বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০ পার করছে। গুজরাতে গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজধানী দিল্লির পরিস্থিতিরও অবনতি হয়েছে গত এক সপ্তাহে। গত এক সপ্তাহে আড়াই হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন রাজধানীতে। হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যেও উদ্বেগ তৈরি করছে সংক্রমণের বৃদ্ধি। সেই সঙ্গে করোনাভাইরাসের XBB.1.16 ভ্যারিয়্যা্ন্ট নিয়েও চিন্তা বাড়ছে। করোনাভাইরাসের এই রূপে অনেক মানুষ আক্রান্ত হচ্চেন।
এই পরিস্থিতিতেই রাজ্যগুলি স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতির পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। সেখানে কোভিড মোকাবিলায় পাঁচ দফা কৌশলের কথা বলেছিলেন।