IIIT Kottayam Viral Video: এ যেন ‘যুদ্ধ’! বাজি নিয়ে পড়ুয়াদের কীর্তি দেখুন ভিডিয়োয়
IIIT Kottayam Viral Video: উৎসবের মরশুম। দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে দীপাবলি। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সব জায়গা। ফাটানো হয়েছে বিভিন্ন আতস বাজি। দীপাবলির সেলিব্রেশন চলছিল কেরলের কোট্টায়ামের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি র হস্টেলে চলল বাজির যুদ্ধ।
কেরল: এক কথায় এ যেন যুদ্ধ চলছে। এক হস্টেল থেকে আর এক হস্টেলে ছোড়া হচ্ছে বাজি। রীতমত আগুনের ফুলকি গিয়ে পড়ছে হস্টেলের ভিতরে। যা দেখে এক ঝলকে মনে হবে যেন ‘হামাস-ইজরায়েলের’ যুদ্ধ চলছে। আইআইআইটি কোট্টায়ামের হস্টেলের এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের জের সামাজিক মাধ্যমে। কেউ কেউ বিষয়টিকে নিছকই মজা হিসাবে নিলেও নেটাগরিকদের কারোর-কারোর আবার মত ছাত্রদের এই কর্মকান্ড যে কোনও ডেকে আনবে বড় দুর্ঘটনা।
উৎসবের মরশুম। দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে দীপাবলি। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সব জায়গা। ফাটানো হয়েছে বিভিন্ন আতস বাজি। দীপাবলির সেলিব্রেশন চলছিল কেরলের কোট্টায়ামের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি র হস্টেলে চলল বাজির যুদ্ধ।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, আতসবাজি নিয়ে কার্যত যুদ্ধ যুদ্ধ খেলেছেন পড়ুয়ারা। আর সেই পোস্টটি শেয়ার করা হয়েছে ‘তাত্ত্বইন্দিয়া’ পেজ থেকে। ভিডিয়ো ভাইরাল হতেই শুরু বিতর্ক। কেউ হাসির ছলে লিখেছে, ‘এই যুদ্ধ তো ইসরায়েল-গাজার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কেউ কটাক্ষ করে বলেছেন, “এই পড়ুয়ারাই আবার নাকি ৯৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন।”