Abu Salem : মুম্বই বিস্ফোরণ মামলায় আবু সালেমকে ২৫ বছরের বেশি কারাবাস দিতে পারবে না কেন্দ্র : সুপ্রিম কোর্ট

Abu Salem : মুম্বই বিস্ফোরণ মামলায় ২৫ বছরের বেশি সাজা দেওয়া যাবে না। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পোর্তুগালকে দেওয়া প্রতিশ্রুতি মানতে বাধ্য কেন্দ্র।

Abu Salem : মুম্বই বিস্ফোরণ মামলায় আবু সালেমকে ২৫ বছরের বেশি কারাবাস দিতে পারবে না কেন্দ্র : সুপ্রিম কোর্ট
ছবি সৌজন্যে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 8:34 PM

নয়া দিল্লি : পোর্তুগালকে দেওয়া ভারতের প্রতিশ্রুতি মানতে বাধ্য কেন্দ্র। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে (Mumbai Blast) দোষী সাব্যস্ত আবু সালেম (Abu Salem)। সেই মামলায় ২৫ বছরের কারাদণ্ডের সময়সীমা শেষ হলেই ছেড়ে দিতে হবে গ্যাংস্টার আবু সালেমকে। সোমবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বইতে একাধিক বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয় আবু সালেম। ১৯৯৩ সালের বোমা হামলার আগে গুজরাট থেকে মুম্বইতে অস্ত্র পাঠিয়েছিল আবু সালেম। এই ঘটনায় ২০০৫ সালে ১১ নভেম্বর পোর্তুগাল থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল তাকে। সেই সময় ডেপুটি প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani) পোর্তুগাল সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আবু সালেমকে যেই সাজাই দেওয়া হোক না কেন তা ২৫ বছরের বেশি হবে না। সেই কথা মনে করিয়ে দিয়েছে সালেম। সে জানিয়েছে ২০৩০ সালেই তার সাজা শেষ হচ্ছে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের ৭২ নম্বর ধারা মেনে চলার পরামর্শ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বেঞ্চ জানিয়েছে, ‘২৫ বছরের সাজা শেষের এক মাসের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা করতে হবে। এমনকী কেন্দ্র চাইলে ভারতীয় দণ্ডবিধি মেনে এই এক মাসও মকুব করতে পারে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও অন্য একটি মামলায় আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ টাডা আদালত। ১৯৯৫ সালে মুম্বইয়ের নির্মাণ ব্যবসায়ী প্রদীপ জৈন ও তাঁর চালক মেহেদি হাসানকে খুন করার জন্য়ও তাকে সাজা পেতে হয়।