INDIA Alliance: বেশি আসন পেল উদ্ধবের শিবসেনাই, কত আসনে লড়বে ইন্ডিয়ার বাকি সদস্যরা?
Lok Sabha Election 2024: মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে প্রথম থেকেই বিশেষ সমস্যা ছিল না, কারণ আগে থেকেই মহা বিকাশ আগাড়ি জোট রয়েছে সেখানে। ক্ষমতাতেও ছিল কংগ্রেস-শিবসেনা ও এনসিপির জোট। কিন্তু গত বছরে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এই জোটের দুই দল- শিবসেনা ও এনসিপি।

মুম্বই: জট কাটছে বিরোধী জোটের। আরও এক রাজ্যে চূড়ান্ত হয়ে গেল আসন ভাগাভাগি। মহারাষ্ট্রেও (Maharashtra) মিলেমিশে লড়বে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। মূলত মহা বিকাশ আগাড়ি জোটই মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে লড়বে। সূত্রের খবর, শিবসেনা (ইউবিটি) লড়বে ২১টি আসনে, কংগ্রেস লড়তে পারে ১৫টি আসনে। অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি লড়বে ৯টি আসনে। এখনও অবধি ইন্ডিয়া জোটের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে প্রথম থেকেই বিশেষ সমস্যা ছিল না, কারণ আগে থেকেই মহা বিকাশ আগাড়ি জোট রয়েছে সেখানে। ক্ষমতাতেও ছিল কংগ্রেস-শিবসেনা ও এনসিপির জোট। কিন্তু গত বছরে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এই জোটের দুই দল- শিবসেনা ও এনসিপি। ফলে লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগিতে কংগ্রেসের আসন সংখ্যা বেশি থাকবে, এমনটাই অনুমান করা হচ্ছিল।
তবে এ দিন সূত্র মারফত জানা যায়, মহারাষ্ট্রে সবথেকে বেশি আসনে লড়বে উদ্ধব ঠাকরের শিবসেনা। ২১টি আসনে লড়তে পারে শিবসেনা (ইউবিটি)। কংগ্রেস লড়বে ১৫টি আসনে, শরদ পওয়ারের এনসিপি লড়বে ৯টি আসনে। অন্যদিকে, বঞ্চিত বহুজন আগাড়ি ২টি আসনে ও স্বাভিমানী পক্ষ ১টি আসনে লড়তে পারে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে মোট ৪৮টি লোকসভা আসন রয়েছে।





