Peaceful Country: গত ৫০ বছরে সবচেয়ে শান্তিপূর্ণ বর্তমান ভারত, বলছে NCRB-র রিপোর্ট
NCRB Report: দ্বিতীয় NDA সরকারের সময় থেকে ফের ভারতে হিংসার গ্রাফটি নিম্নগামী হয়েছে। আর ২০২১ সালে হিংসার হার সর্বনিম্ন। অর্থাৎ গত ৫০ বছরের মধ্যে বর্তমানে দেশ সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থায় বলে NCRB-র গ্রাফে স্পষ্ট হয়েছে।
নয়া দিল্লি: ভারতে (India) হিংসার ঘটনা অনেকাংশে কমেছে। বলা ভাল, দেশে হিংসার গ্রাফ ক্রমশ নিম্নগামী আর গত ৫০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে শান্তিপূর্ণ (Peaceful) অবস্থায় রয়েছে দেশ। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। আর NCRB সেই রিপোর্ট-গ্রাফ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রফেসর শমিকা রবি। দেশে হিংসা পরিস্থিতি নিয়ে NCRB-র এই রিপোর্ট বর্তমান সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।
দেশে হিংসা-পরিস্থিতি তুলে ধরতে সেন্টার ফর সিসমেটিক পিস (CPS)-এর একটি পুরোনো রিপোর্ট-গ্রাফ তুলে ধরেছেন প্রফেসর শমিকা রবি। সেই গ্রাফটিতে দেখা যাচ্ছে, ১৯৭০ সালে দেশে হিংসা অনেকটাই বেড়েছিল। তারপর গ্রাফ কিছুটা নিম্মগামী হলেও ৮০-র দশকে সেটা সর্বোচ্চ স্তরে পৌঁছয়। ১৯৮১ সালে দেশে সবচেয়ে হিংসার ঘটনা ঘটেছিল। তারপর ১৯৯৮ সাল থেকে দেশে হিংসার ঘটনা ক্রমশ কমতে থাকে।
NCRB মূলত ১৯৭০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে হিংসার ঘটনার পরিসংখ্যানের ভিত্তিতে গ্রাফটি তৈরি করেছে। সেই গ্রাফটিতে দেখা যাচ্ছে, প্রথম NDA সরকারের সময় থেকেই দেশে হিংসার গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েছে। ২০১৩ সালে UPA সরকারের আমলে হিংসার ঘটনা কিছুটা বেড়েছিল। তারপর দ্বিতীয় NDA সরকারের সময় থেকে ফের গ্রাফটি নিম্নগামী হয়েছে। আর ২০২১ সালে হিংসার হার সর্বনিম্ন। অর্থাৎ গত ৫০ বছরের মধ্যে বর্তমানে দেশ সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থায় বলে NCRB-র গ্রাফে স্পষ্ট হয়েছে।
Riots (violence) in India is on a steady decline. The country is most peaceful in 50 years. Here’s the updated analysis using NCRB data: https://t.co/RT5ppFdW20 pic.twitter.com/ko9FpA8g21
— Prof. Shamika Ravi (@ShamikaRavi) June 15, 2023
প্রসঙ্গত, সম্প্রতি মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠেছিল মণিপুর। যদিও রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে মেইতি ও কুকিদের বিক্ষোভ কড়া হাতে দমন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং মণিপুরে যান এবং বিক্ষোভকারীদের কড়া বার্তা দেন। পাশাপাশি মেইতিদের দাবি বিবেচনা করারও আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তার পরই বিক্ষোভকারীরা অস্ত্র আত্মসমর্পণ করে। এখনও মণিপুরে বিক্ষিপ্ত অশান্তি চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই দাবি প্রশাসনের।