৯৯ দিনে ১৪ কোটি, বিশ্বের দ্রুততম টিকাকরণের রেকর্ড গড়ল ভারত
এক দিকে করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারত। তারই মধ্যে টিকাকরণের রেকর্ড গড়ল দেশ। শনিবার প্রকাশিত হল সেই তথ্য।
নয়া দিল্লি: দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে আমেরিকাকে ছাপিয়ে যাচ্ছে ভারত। কিন্তু টিকাকরণের ক্ষেত্রেও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। শনিবার যে পরিসংখ্যান কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, তা দিয়ে দাবি করা হচ্ছে যে বিশ্বের সবথেকে দ্রুত এত বেশি টিকাকরণ করা হয়েছে এ দেশে।
মাত্র ৯৯ দিনে ১৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ভারতে। শনিবার রাত আটটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ২৪ লক্ষ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতে মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ১৪,০৮,০২,৭৯৪।
এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীরা, যাদের প্রথম পর্যায়েই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ৯২,৮৯,৬২১ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ, ৫৯,৯৪,৪০১ স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। প্রথম সারিতে থাকা কোভিড যোদ্ধা ১,১৯,৪২,২৩৩ জনকে দেওয়া হয়েছে ভ্যাকসিনের প্রথম ডোজ, ৬২,৭৭,৭৯৭ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। এছাড়া ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স এমন ৪,৭৬,৪১,৯৯২ জন পেয়েছেন প্রথম ডোজ ও ২৩,২২,৪৮০ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। ৬০ বছররে উর্ধ্বে ৪,৯৬,৩১,২৪৫ জন পেয়েছেন প্রথম ডোজ, ৭৭,০২,০২৫ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
আরও পড়ুন: ‘ভুল তুলনা হচ্ছে’, করোনা টিকার দাম নিয়ে এ বার মুখ খুলল সেরাম
শনিবার সকালের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ নক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ নক্ষ ১০ হাজার ৪৮১। ভারতে বর্তমানে অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪-এ।