COVID-19 Update: দৈনিক সংক্রমণে সামান্য় স্বস্তি, ১০ হাজারের গণ্ডিতে নেমে আসল আক্রান্তের সংখ্যা

COVID-19 Cases: বর্তমানে দেশে সংক্রমণের হার ৭.০৩ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.৪৩ শতাংশ।  দেশে মোট আক্রান্তের ০.১৫ শতাংশ সক্রিয় রোগী। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। করোনায় মৃত্যু হার ১.১৮ শতাংশ।

COVID-19 Update: দৈনিক সংক্রমণে সামান্য় স্বস্তি, ১০ হাজারের গণ্ডিতে নেমে আসল আক্রান্তের সংখ্যা
সামান্য স্বস্তি করোনা সংক্রমণে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 10:54 AM

নয়া দিল্লি: সপ্তাহ শেষে দৈনিক সংক্রমণে (COVID-19) সামান্য স্বস্তি। ১২ হাজার থেকে এক ধাক্কায় ১০ হাজারের গণ্ডিতে নেমে আসল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ হাজার ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় আজ দেশে আক্রান্তের সংখ্যা ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে অনেকটাই বেড়েছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৬৭ হাজার ৮০৬। নতুন করে ১০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৪.৪৮ কোটিতে পৌঁছেছে।

শনিবার এক লাফে বেশ অনেকটাই বেড়েছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল ১২ হাজার ১৯৩ -এ। তবে সপ্তাহ শেষে এ দিন বেশ কিছুটা কমে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। অর্থাৎ একদিনে দেশে সংক্রমণ ১৭ শতাংশ কমেছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার ৯৮৯-এ।

করোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে করোনায় মৃতের সংখ্যা নিয়েও উদ্বেগ বাড়ছে। দেশে একদিনে করোনায় মৃত্যু (COVID Death) হয়েছে ২৯ জনের। এর মধ্যে কেরলে ৭টি পুরনো মৃত্যুর নথিও যোগ করা হয়েছে। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৩২৯-এ। 

বর্তমানে দেশে সংক্রমণের হার ৭.০৩ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.৪৩ শতাংশ।  দেশে মোট আক্রান্তের ০.১৫ শতাংশ সক্রিয় রোগী। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। করোনায় মৃত্যু হার ১.১৮ শতাংশ।