Hyperloop Train: ঘণ্টায় ৬০০ কিমি বেগ! এই ট্রেনে শুধু উড়ে উড়ে যাবেন…
নয়া দিল্লি: বুলেট ট্রেন, হাই-স্পিড ট্রেন – এইসব তো অনেক শুনেছেন। হাইপারলুপ ট্রেনের কথা কখনও শুনেছেন কি? গতি কত হয় জানেন? প্রায় প্লেনের সমান। মানে এই ধরুন কলকাতা থেকে শিলিগুড়ি দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন! শুনে অবাক লাগছে তো। আরও অবাক হবেন, যদি বলি ভারতে এই ট্রেন চালানোর কাজ শুরু হয়ে গেল। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী […]
নয়া দিল্লি: বুলেট ট্রেন, হাই-স্পিড ট্রেন – এইসব তো অনেক শুনেছেন। হাইপারলুপ ট্রেনের কথা কখনও শুনেছেন কি? গতি কত হয় জানেন? প্রায় প্লেনের সমান। মানে এই ধরুন কলকাতা থেকে শিলিগুড়ি দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন!
শুনে অবাক লাগছে তো। আরও অবাক হবেন, যদি বলি ভারতে এই ট্রেন চালানোর কাজ শুরু হয়ে গেল। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। চেন্নাইয়ে বসেছে হাইপারলুপ ট্রেনের লাইন। দেখতে পুরো পাইপের মতো। তার ভিতর দিয়েই যাবে হাইপারলুপ ট্রেন।
রেল ও আইআইটি মাদ্রাজের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে দেশের প্রথম হাইপারলুপ ট্রেন ট্র্যাক। সেই ছবিই রেলমন্ত্রী দিয়েছেন। ৪১০ মিটার লম্বা এই টিউবের ভিতর দিয়ে ইতিমধ্যেই প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছোটানোর পরীক্ষা সফল হয়েছে। এইবার টার্গেট ৬০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছনো। আপাতভাবে চেন্নাই-কোয়েম্বাটোর, মুম্বই-পুণে এবং অমৃতসর-চণ্ডীগঢ় রুটে হাইপারলুপ ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে।
🚨India’s First Hyperloop Test Track Set Up By IIT Madras Completed In Chennai. pic.twitter.com/35ZwSeNlEs
— Indian Infra Report (@Indianinfoguide) December 6, 2024
এই ট্রেন চালাতে তেল বা বিদ্যুত লাগে না। একটা প্রায় বায়ুশূন্য টিউবের ভিতর দিয়ে চৌম্বকীয় শক্তিতে ট্রেন ছোটে। ঘর্ষণের বাধা প্রায় না থাকায় এই বিপুল পরিমাণ গতিতে পৌঁছনো সম্ভব হয়। তাই আপনি মাত্র কুড়ি মিনিটে পৌঁছে যেতে পারেন মুম্বই থেকে পুণে।
সারা পৃথিবীতেই ভবিষ্যতের যান হিসাবে হাইপারলুপ নিয়ে কাজ হচ্ছে। এগিয়ে আছে আমেরিকা, চিন, কানাডা, নেদারল্যান্ডসের মতো হাতে গোনা কয়েকটা দেশ। এবার ভারতও সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল। কবে দেশে সাধারণ মানুষের জন্য হাইপারলুপ ট্রেন চালু হবে, সেকথা বলার সময় এখনও আসেনি। তবে, যাতায়াতে সময় বাঁচানোর একটা উপায় সম্ভবত আর বছর দেড়েকের মধ্যেই হয়ে যাবে। আমরা উড়েই যাব অফিস।