AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

United Nations: রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের বিরুদ্ধে ভোট ভারতের, প্রশংসা তৃণমূলের

Israel Hamas Conflict: রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারত ভোট দেওয়ায়, তার প্রশংসা করে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপুঞ্জের একটি ছবি শেয়ার করে লেখেন, "খুব খুশি যে ভারত এই প্রস্তাবনার সপক্ষে ভোট দিল।"

United Nations: রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের বিরুদ্ধে ভোট ভারতের, প্রশংসা তৃণমূলের
প্য়ালেস্তাইনে ইজরায়েলের গোলাবর্ষণ।Image Credit: AFP
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 8:28 AM
Share

জেনেভা: যুদ্ধের শুরু থেকে ইজরায়েলের (Israel) পাশে দাঁড়ালেও, গাজা সহ প্যালেস্তাইনের (Palestine) একাধিক জায়গায় যে নির্মমতা, বর্বরতা চলছে রোজ, তার বিরুদ্ধে সরব হয়েছে ভারত (India)। এবার রাষ্ট্রপুঞ্জেও অধিগৃহীত প্যালেস্তাইনের অঞ্চলে বসতি স্থাপনের কার্যকলাপের নিন্দা করা হল। পূর্ব জেরুজালেম ও অধিগৃহীত সিরিয়ান গোলানে বসতি স্থাপনের বিরোধিতায় ভোট দিল ভারত।

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে “পূর্ব জেরুজালেম ও অধিগৃহীত সিরিয়ান গোলান সহ প্যালেস্তাইনের অঞ্চলে বসতি স্থাপন” নামক একটি প্রস্তাবনা পেশ করা হয়। ভারত সহ রাষ্ট্রপুঞ্জের মট ১৪৫টি সদস্য দেশ এই  প্রস্তাবনার পক্ষে ভোট দেয়। বিরোধিতা করে মাত্র সাতটি দেশ- আমেরিকা, কানাডা, হাঙ্গেরি, ইজরায়েল, মার্শাল আইল্যান্ড, নাউরু ও মাইক্রোনেশিয়া। ১৮টি দেশ ভোট দান থেকে বিরত থাকে।

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারত ভোট দেওয়ায়, তার প্রশংসা করে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপুঞ্জের ভোটদানের একটি ছবি শেয়ার করে লেখেন, “খুব খুশি যে ভারত এই প্রস্তাবনার সপক্ষে ভোট দিল। ইজরায়েল যেভাবে বসতি স্থাপন করে প্য়ালেস্তাইন অধিগ্রহণ করছে, তা বেআইনি। ইজরায়েলের এই বিচ্ছিন্নতাবাদ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।”

প্রসঙ্গত, গত মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যে প্রস্তাবনা এনেছিল জর্ডান, সেই প্রস্তাবনায় ভোটদান থেকে বিরত ছিল ভারত। এই নিয়ে বেশ আলোচনাও হয়। যদিও রাষ্ট্রপুঞ্জের সভাতেই ভারত ব্যাখ্যা দিয়েছিল, যুদ্ধবিরতি ঘোষণা করে এই সঙ্কট মেটানো সম্ভব নয়।