AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arunachal Pradesh: ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, দেশের নেতারা যখন খুশি যেতে পারেন’, বেজিংকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

M Venkaiah Naidu visits Arunachal Pradesh: বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, 'অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় নেতারা ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন।'

Arunachal Pradesh: 'অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, দেশের নেতারা যখন খুশি যেতে পারেন', বেজিংকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের
ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 6:20 PM
Share

নয়া দিল্লি: কর্পস কমান্ডার স্তরে ১৩ দফা বৈঠক হয়ে গিয়েছে। অথচ লাদাখ সমস্যা (Ladakh Issue) এখনও পুরোপুরি মেটেনি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) থেকে সেনা সরাতে বড্ড অনীহা বেজিংয়ের। আর এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি করেছে চিন। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু (Vice President M Venkaiah Naidu)। কিন্তু এতেও চিনের আপত্তি। চিনের বক্তব্য অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নাকি আসলে দক্ষিণ তিব্বতের অংশ। চিনের এই দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরেই ভারতীয় কোনও রাজনেতা অথবা সাংবিধানিক প্রধানদের অরুণাচল যাওয়া ভাল চোখে দেখে না বেজিং। তবে চিনের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে দিল্লি।

বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় নেতারা ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন।’ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেন, “আমরা আগেই উল্লেখ করেছি, ভারত-চীন সীমান্ত বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘনের যে একতরফা চেষ্টা চীন চালিয়ে যাচ্ছে, তা দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী।”

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু উত্তর-পূর্ব ভারত সফরের অংশ হিসেবে সপ্তাহান্তে অরুণাচল প্রদেশে দুই দিনের সফরে গিয়েছিলেন। শনিবার ইটানগরে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণও দেন। আর এতেই আপত্তি চিনের। সে দেশের গণমাধ্যমে বেঙ্কাইয়া নাইডুর অরুণাচল প্রদেশে সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘বেজিং অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না এবং ভারতীয় নেতাদের এই অঞ্চলে সফরের কঠোর বিরোধিতা করে।’

এর কয়েক ঘণ্টা পরেই ভারতের থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই সফর নিয়ে চিনের আপত্তিকে একেবারেই গুরত্ব দিতে নারাজ এবং জোর দিয়ে বলেন যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

জানা গিয়েছে, গত সপ্তাহেই অরুণাচল প্রদেশ সীমান্তে রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনের লাল ফৌজ।  সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়।

তবে পূর্ব লাদাখের ঘটনা থেকে শিক্ষা নেওয়ায় এবার চিনা বাহিনী সরাসরি সংঘর্ষে জড়ায়নি। দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চলে সেনার প্রোটোকল মেনেই। সেনা প্রত্যাহারের সময়ও ভারতীয় সেনাবাহিনীকে কোনও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বলেই জানা গিয়েছে।

আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর
আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর
কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
'জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়', শাহজাহানকে তোপ শুভেন্দুর
'জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়', শাহজাহানকে তোপ শুভেন্দুর
আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন
আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন
'গাছে কাঁঠাল, গোঁফে তেল', হুমায়ুনকে কটাক্ষ দিলীপের
'গাছে কাঁঠাল, গোঁফে তেল', হুমায়ুনকে কটাক্ষ দিলীপের
ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
তাঁর দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট করে দিলেন হুমায়ুন
তাঁর দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট করে দিলেন হুমায়ুন
NATO-র যুদ্ধপ্রস্তুতি, রাশিয়ার বিরুদ্ধে কী করতে চলেছে গোটা Europe?
NATO-র যুদ্ধপ্রস্তুতি, রাশিয়ার বিরুদ্ধে কী করতে চলেছে গোটা Europe?