ভারতীয় রেলের দীর্ঘতম ইলেকট্রিফায়েড টানেল তৈরি হয়েছে অন্ধ্র প্রদেশে। দক্ষিণ-মধ্য রেলের চারলোপাল্লি এবং রাপুরু স্টেশনের মধ্যে এই রেল টানেল তৈরি হয়েছে।
ওবুলাভারিপাল্লি-ভেঙ্কাটাচাল্লাম- কৃষ্ণপট্টম রেল লাইনের দৈর্ঘ্য ১১৩ কিলোমিটার। ওই লাইনের মধ্যেই ৬.৬ কিলোমিটার দৈর্ঘ্যের টানেল তৈরি হয়েছে।
এই টানেল তৈরি হওয়ায় পণ্য পরিবহণে পরিবর্তন হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই টানেল তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৩৭ কোটি টাকা।
২০৩০ সালের মধ্যে জিরো কার্বন এমিসনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেই লক্ষ্যে রেল লাইনের বৈদ্যুতিনকরণের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।
এই রেলটানেল তৈরি হওয়ায় ওবুলাভারিপাল্লে-গুদুর সেকশনে ট্রেনের চাপ অনেকটা কমবে বলে আশা রেলকর্তাদের।