Lithium Reserve: দেশে প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল জম্মু-কাশ্মীরে, হদিস ৫টি সোনার খনিরও
Ministry of Coal: কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, "৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে।"
নয়া দিল্লি: বড় নজির। খোঁজ মিলল দেশের প্রথম লিথিয়াম খনির (Lithium Reserve)। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতে এই প্রথম কোনও লিথিয়াম খনির খোঁজ মিলেছে। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) রয়েছে এই খনি। কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি (Electric Car’s Battery) তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম (Lithium)। এতদিন বিদেশ থেকেই লিথিয়াম আমদানি করতে হলেও, এবার খনির খোঁজ মেলায় লিথিয়াম উৎপাদন আরও সহজ ও সস্তা হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে বলা হয়, “জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম”। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ৫১টি মিনারেল ব্লক, যার মধ্যে লিথিয়াম ও সোনা রয়েছে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।
Geological Survey of India has for the first time established 5.9 million tonnes inferred resources (G3) of lithium in Salal-Haimana area of Reasi District of Jammu & Kashmir (UT).@GeologyIndia
1/2 pic.twitter.com/tH5uv2BL9m
— Ministry Of Mines (@MinesMinIndia) February 9, 2023
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, “৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও অবধি জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে।”
জানা গিয়েছে, কয়লা, লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন খনিজ সম্পদের খোঁজ মিলেছে, যা কয়লা মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মিনারেল বা খনিজ নিয়ে মোট ১১৫টি প্রকল্প এবং সার খনিজের উপরে ১৬টি প্রকল্পে কাজ করছে। গতকালের এই অনুষ্ঠানে আগামী ২০২৩-২৪ সালের জন্য বার্ষিক অনুষ্ঠানের প্রস্তাবনাও পেশ করা হয়।