qHPV Vaccine For Cervical Cancer : আর নেই ভয়! জরায়ুর ক্যানসার রুখতে দেশে শুরু হচ্ছে টিকাকরণ
qHPV Vaccine For Cervical Cancer : প্রথম জরায়ুর ক্যানসারের বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচির সূচনা করছে ভারত। আগামিকাল এই কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
নয়া দিল্লি : মারণ রোগ ক্য়ানসার। দেশে এই রোগে প্রতিদিন কত জনের প্রাণ চলে যায়। এখনও পর্যন্ত এই রোগ থেকে মুক্ত হওয়ার সেইভাবে কোনও ওষুধের আবিষ্কার হয়নি। তবে এই প্রথম দেশে ক্যানসারের বিরুদ্ধে টিকাকরণ শুরু হতে চলেছে। ১ সেপ্টেম্বর জরায়ুর ক্যানসারের বিরুদ্ধে টিকা পাবে ভারত। বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই টিকাকরণের সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (SII) ও ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির (DBT) সঙ্গে যৌথভাবে এই টিকা প্রস্তুত করা হয়েছে। জরায়ু বা সার্ভিক্যাল ক্যানসারের এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (qHPV)।
দিল্লিতে এই টিকাকরণের সূচনা করা হবে। ন্য়াশনাল টেকনিক্য়াল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)-র কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা ভারতে তৈরি টিকার সূচনার একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা এটি। তিনি বলেছেন, ‘এটি খুবই খুশির খবর। আমরা খুবই আনন্দিত যে, আমাদের মেয়ে ও নাতনিরা এত প্রতীক্ষিত টিকা পাবেন।’ জানা গিয়েছে, জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে ৯ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের জন্য এই টিকাকরণ শুরু হবে। এই টিকা খুব কার্যকর এবং জরায়ুর ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছেন ডাঃ এন কে অরোরা। তিনি বলেছেন, ‘৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে জরায়ুর ক্যানসারের কারণ মূলত নির্দিষ্ট ভাইরাসের কারণে হয়। এই টিকা সেই নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তাই আমরা আমাদের সন্তানদের এই টিকা দিলে তারা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। ফলে সম্ভবত ৩০ বছর পরে আর ক্যানসার হবে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য় অনুযায়ী, জরায়ুর ক্যানসারের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি বছর অন্তত ৬৭ হাজার মানুষ জরায়ুর ক্য়ানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে এই টিকা জরায়ুর ক্য়ানসারের জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, ৯ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫ কোটি মেয়েকে দেওয়া হবে এই টিকা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে গত ১২ জুলাই মাসে এই টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।