IT Statement: ‘BBC-র কর প্রদানের হিসাবে অসঙ্গতি রয়েছে’, ৬০ ঘণ্টা ‘সমীক্ষা’ চালানোর পর বিবৃতি আয়কর দফতরের

গত তিনদিন ধরে বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে ম্যারাথন সমীক্ষা চালানোর পর শুক্রবার বিবৃতি দিল আয়কর দফতর।

IT Statement: 'BBC-র কর প্রদানের হিসাবে অসঙ্গতি রয়েছে', ৬০ ঘণ্টা 'সমীক্ষা' চালানোর পর বিবৃতি আয়কর দফতরের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 8:43 PM

নয়া দিল্লি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)-র হিসাবের নথিতে অনেক ‘অসঙ্গতি’ মিলেছে। গত তিনদিন ধরে BBC-র দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) অফিসে ম্যারাথন সমীক্ষা চালানোর পর শুক্রবার এমনই বিবৃতি দিল আয়কর দফতর (IT)। আয়কর দফতরের বিবৃতিতে BBC-র নাম না নিয়ে বলা হয়েছে, “প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থার নথি, ডিজিটাল ফাইল এবং কর্মীদের বিবৃতি নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। সেগুলিতে দেখা গিয়েছে, সংস্থাটি কর ফাঁকি দিয়েছে এবং বিদেশি এই সংস্থাটি ভারতে তাদের আয় প্রকাশ করেনি। ভারতে ব্যবসায়িক কার্যকলাপের মাত্রা সামঞ্জস্যপূর্ণ নয়।”

আয়কর দফতরের আরও অভিযোগ, BBC কর্মীরা তদন্তে ‘দীর্ঘসূত্রিতা’ করার চেষ্টা করেছে। সংস্থার এই অবস্থান সত্ত্বেও তারা তদন্ত চালিয়ে গিয়েছে এবং সংবাদমাধ্যমটির নিয়মিত কার্যকলাপে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখেই তদন্ত চালানো হয়েছে বলেও আয়কর দফতরের দাবি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ BBC-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে একযোগে হানা দেন আয়কর দফতরেরব আধিকারিকেরা। টানা ৬০ ঘণ্টা ধরে সমীক্ষা চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় আয়কর আধিকারিকেরা BBC-র অফিস ছেড়ে বেরোন। আয়কর আধিকারিকদের সমীক্ষায় সবরকম সহযোগিতা করা হয়েছে বলে BBC-র তরফে জানানো হয়েছে।

আয়কর দফতরের হঠাৎ করে BBC-র অফিসে হানা দেওয়ার পিছনে কেন্দ্রের প্রতিশোধ-স্পৃহা রয়েছে বলে অভিযোগ আন্তর্জাতিক ওই সংবাদমাধ্যম থেকে বিরোধী দলের। কেননা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে BBC। যদিও সেই তথ্যচিত্রে হিংসা তুলে ধরা হয়েছে এবং অপপ্রচার করা হয়েছে জানিয়ে সেটি নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার কয়েকদিন পরই BBC-র অফিসে হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। যদিও BBC সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা এবং এই সংস্থার অফিসে আয়কর আনা বৈধ বলে মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।

“Irregularities In Tax Payments”: Income Tax Department On BBC