Ashwini Vaishnaw: ভারতের UPI সিস্টেমে যোগদানের আগ্রহ প্রকাশ জাপানের, ধন্যবাদ অশ্বিনী বৈষ্ণবের
UPI: কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, “প্রায় প্রতিটি বৈশ্বিক ফোরাম, G20, SCO বা G7, সব জায়গাতেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি। এব্যাপারে খুব ভালো আগ্রহ রয়েছে।"
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারত হয়ে উঠেছে ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India)। এবার ভারতের UPI পেমেন্ট সিস্টেমে জাপানের যোগদানের আগ্রহ প্রসঙ্গে শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ‘নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কীভাবে ডিজিটাল প্রযুক্তির গণতন্ত্রিকরণ করেছেন, তা জনগণ বোঝে’ বলেও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জাপানের ডিজিটাল মন্ত্রী কোনো তারোকেও ধন্যবাদ জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “আমি জাপানের ডিজিটাল মন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে অত্যন্ত গভীর এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন।”
ভারতের UPI পেমেন্ট সিস্টেমে যোগদানের বিষয়টি গুরুতরভাবে ভাবনা-চিন্তা করছে বলে এদিন সকালে বিবৃতি দিয়েছে জাপান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের ডিজিটাল মন্ত্রী কোনো তারো বলেন, “গত মাসে আমাদের G7 ডিজিটাল মন্ত্রীদের বৈঠক হয়েছিল এবং ভারতের ডিজিটাল মন্ত্রী মি. বৈষ্ণব আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে জাপান এবং ভারত যৌথভাবে ডিজিটাল মাধ্যমের প্রচার করার চেষ্টা করছে। আমরা এখন ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেমে যোগদানের বিষয়য়টি গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছি। এছাড়া আমরা কীভাবে পারস্পরিকভাবে ই-আইডি চিনতে পারি,যাতে আমরা আন্তঃকার্যক্ষমতা বাড়াতে পারি, সে ব্যাপারে যৌথভাবে কাজ করছি।”
জাপানের ডিজিটাল মন্ত্রীর ভারতের UPI পেমেন্ট সিস্টেম সম্পর্কে এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে ধন্যবাদ জানালেন অশ্বিনী বৈষ্ণব। এপ্রসঙ্গে ভারতের ডিজিটাল দৃষ্টিভঙ্গি গোটা বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে জানিয়ে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, “প্রায় প্রতিটি বৈশ্বিক ফোরাম, G20, SCO বা G7, সব জায়গাতেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি। এব্যাপারে খুব ভালো আগ্রহ রয়েছে।”