উপত্যকায় দাঁত ফোটাল বিজেপি, তবে জেলা উন্নয়ন পরিষদে এগিয়েই গুপকর গোষ্ঠী

করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই ইভিএম মেশিনের বদলে ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। তাই গণনাও সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

উপত্যকায় দাঁত ফোটাল বিজেপি, তবে জেলা উন্নয়ন পরিষদে এগিয়েই গুপকর গোষ্ঠী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 8:15 PM

শ্রীনগর: জেলা উন্নয়ন পরিষদের (District Development Council) ফলঘোষণা ঘিরে আরও চড়ছে উত্তেজনার পারদ। ভোট গণনার শুরুতে আপাতভাবে বিজেপি (BJP)-কে পিছনে ফেলে এগিয়ে ছিল গুপকর গোষ্ঠী (Gupkar Alliance)। বিকেলে সেই ভোট ব্যবধান বাড়ল আরও, প্রায় অর্ধেক সংখ্যক আসনে এগিয়ে গেল গুপকর গোষ্ঠী।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, মোট ২৮০টি আসনের মধ্যে গুপকর জোট ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে  রয়েছে ৬০টি আসন। বেলা বাড়ার সঙ্গে কংগ্রেস নিজেদের আসন সংখ্যা একটি মাত্র বাড়িয়ে ২২-এ পৌঁছেছে।

জম্মু ও কাশ্মীরে বিজেপির ভোট বাক্সের চিত্র সম্পূর্ণ আলাদা। প্রত্যাশা মতোই জম্মুতে ৫৭টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, তবে কাশ্মীরে তাঁরা এগিয়ে রয়েছে মাত্র তিনটি আসনে। সেখানে গুপকর গোষ্ঠী ৭১টি আসনে এগিয়ে রয়েছে।

আপাত ফল দেখে উপত্যকা গুপকর জোটের দখলেই যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৩টি জেলা গুপকর গোষ্ঠীর দখলে থাকলেও ৬টি জেলায় নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সফল হয়েছে বিজেপি। কাশ্মীরে এই প্রথম কোনও আসন জেতায় বিজেপির কাছে এটি বড়সড় সাফল্য বলাই চলে।

দুপুর দুটোর ভোটগণনা অনুযায়ী, ২৮০টি আসনের মধ্যে ৮১টি আসনে এগিয়ে ছিল ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর গোষ্ঠী। বিজেপির ঝুলিতে আপাতত ছিল ৪৭টি আসন। খাতা খুলতে পেরেছে কংগ্রেস, তারা ২১টি আসনে এগিয়ে ছিল।

বিভাজিত জম্মু ও কাশ্মীরে ২৫দিন ধরে মোট ২৮০টি আসনে আট দফায় নির্বাচন হয়েছে। আজ ভোট গণনা ও ফল প্রকাশের দিন। সমীক্ষা অনুযায়ী, জম্মুতে ৪৪টি আসনে এগিয়ে ছিল বিজেপি। গুপকরের দখলে রয়েছে ২০টি আসন। অন্যদিকে কাশ্মীরে ধরা পড়ছে ঠিক উল্টো চিত্র। সেখানে ৬১টি আসন ছিল গুপকর গোষ্ঠীর দখলে, বিজেপির ঝুলিতে মাত্র তিনটি আসন ছিল।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই ইভিএম মেশিনের বদলে ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। তাই গণনাও সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন হল উপত্যকায়। ৩৭০ ধারা অবলুপ্ত করার প্রতিবাদেই ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টি সহ বিভিন্ন আঞ্চলিক দল একজোট হয়ে পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডেক্ল্যারেশন তৈরি করে। তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। শাসক দল কটাক্ষ করে গুপকর গ্যাৎ নাম দিয়েছে এই জোট দলগুলিকে।

আরও পড়ুন: দেশে এখনও পাওয়া যায়নি করোনার নতুন ‘স্ট্রেন’, জানাল কেন্দ্রীয় সরকার

উপত্যকার নির্বাচন দুই শিবিরের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে, বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সময় থেকে দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন গুপকরের নেতারা। কাশ্মীরবাসীকে পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়াই লক্ষ্য তাঁদের। অন্যদিকে উপত্যকা নিজেদের দখলে রাখতে এই নির্বাচনে জয় নিশ্চিত করতে চায় বিজেপি।

উপত্যকায় নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপির অনুরাগ ঠাকুর বলেন,”আজই নির্বাচনের ফল ঘোষণা হবে এবং ভারতীয় জনতা পার্টির ফল নিয়ে আমি আত্মবিশ্বাসী। জম্মু-কাশ্মীরের মানুষ নতুন নেতৃত্ব চায়, যারা দায়িত্ব নিয়ে এলাকার সমস্যা সমাধান করবে। সাধারণ মানুষকে ভয় দেখালেও তারা ভোট দিয়েছেন। এটাই গণতন্ত্রের জয়। জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত, জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন করানো প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল, তা পূরণ হয়েছে।”

গুপকর জোটের প্রধান নেতারা বর্তমানে গৃহবন্দি না থাকলেও নির্বাচনী প্রচারে কেউই অংশ নেননি। অন্যদিকে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে প্রচার চালিয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরে দুই দলের ফলাফল ভিন্ন হওয়ায় চূড়ান্ত ফলঘোষণার আগে কিছুই বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ‘ধর্মীয় বিভেদ নয়,সকলের সাংবিধানিক অধিকার নিশ্চিতের পথেই এগোচ্ছে দেশ’, আলিগড়ে দাঁড়িয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে