Uttar Pradesh: সাংবাদিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! গ্রেফতার চার
Extortion Case: চারজন সাংবাদিক, পুলিশের একজন সাব ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলকে রাস্তা আটকে লরি থেকে টাকা তোলার সময় আগ্রা জোনের ইন্সপেক্টর জেনারেল নবীন অরোরার পাঠানো একটি বিশেষ দল হাতেনাহাতে গ্রেফতার করেছে।
আগ্রা: উত্তর প্রদেশের (Uttar Pradesh) ব্রিজ (Brij) এলাকায় সামনে এসেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ট্রাক চালকদের (Truck driver) থেকে তোলাবাজির অভিযোগে চার জন সাংবাদিক (Jouranlist) সহ তিন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মথুরা (Mathura)-গামী দিল্লি আগ্রা রোডে (Delhi – Agra road) চারজন সাংবাদিক, পুলিশের একজন সাব ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলকে রাস্তা আটকে লরি থেকে টাকা তোলার সময় আগ্রা জোনের ইন্সপেক্টর জেনারেল নবীন অরোরার (Inspector General Navin Arora) পাঠানো একটি বিশেষ দল হাতেনাহাতে গ্রেফতার করেছে।
মথুরা পুলিশের সিনিয়র সুপার ড. গৌরব গ্রোভার জানিয়েছেন, ধৃত পুলিশকর্মীদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে এবং খুব দ্রুত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। ধৃত চার সাংবাদিকের কাছ থেকে দশটি প্রেস কার্ড, ৪টি মোবাইল ফোন, দুটি গাড়ি ও নগদ ৪,৭১২ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
মথুরা পুলিশের সুপার এমপি সিং জানিয়েছেন, যে লরিটি থেকে টাকা আদায় করা হচ্ছিল সেটি কৃষ্ণ অগরওয়াল নামে কমলা নগরের এক বাসিন্দা এক ব্যবসায়ীর। লরিটি আগ্রা (Agra) থেকে কুরুক্ষেত্রের (Kurukshetra) দিকে যাচ্ছিল। ধৃত সাংবাদিকরা ট্রাকের সামনে গাড়ি দাড় করিয়ে ট্রাকটিকে আটকান। সাংবাদিকরা চালকের থেকে তিন লক্ষ টাকা দাবি করেন এবং চালককে ধমকের সুরে বলা হয় টাকা না দিলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন PM Modi’s Birthday: এক দিনে ২ কোটি! নমোর জন্মদিনে টিকাকরণে নয়া রেকর্ড!
ক্রমাগত টাকার দেওয়ার জন্য চাপ ও গ্রেফতারের ধমকির ফলে ট্রাক চালক, মালিককে ফোন করে সম্পূর্ণ ঘটনাটি জানান। চালকের থেকে সব কিছু শোনা মাত্রই ট্রাক মালিক কৃষ্ণ অগরওয়াল আইজি নবীন অরোরাকে ফোন করে অভিযোগ করেন। আইজির নির্দেশে তৎক্ষণাৎ পুলিশের একটি দল ঘটনাটি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাই করার পর অভিযুক্ত সাংবাদিক ও পুলিশকর্মীদের গ্রেফতার করা হয়। কৃষ্ণ বাবু জানিয়েছেন এর আগেও তাঁর লরি আটকে চালককে হেনস্থা করেছে এই অসাধু চক্রটি।
উত্তর প্রদেশ পুলিশ (UP Police) সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও দুজন ব্যক্তি যুক্ত রয়েছে। তাদেরও দ্রুত আটক করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও মথুরার গোবর্ধন এলাকায় গাড়ি থামিয়ে ২ লক্ষ টাকা তোলা আদায় করা হয়েছে। স্থানীয় থানায় এই বিষয়ে খোঁজ নিতে গেলে থানার অফিসার-ইন চার্জ জানিয়েছে, এই তোলাবাজির বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি।
গণতন্ত্রের দুই স্তম্ভের প্রতিনিধি হিসেবে পরিচিত সাংবাদিক ও পুলিশদের এই আচরনে রীতিমতো স্তম্ভিত সকলে। যাঁদের অপরাধের পর্দাফাঁস করার তারাই যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তবে সামাজিক অবক্ষয়ের আশঙ্কা রয়ে যাচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।
আরও পড়ুন সবকটি মেট্রো শহরেই হামলার ছক, হাওয়ালার মাধ্যমে আসছিল টাকা! জেরায় আরও স্পষ্ট হচ্ছে পাক-যোগ