চিরাচরিত রীতি বদলাতে পারে ২০২৭-এ, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন ইনি
বিচারপতি বিভি নাগারাথনা নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করেই চলছেন বললে খুব একটা ভুল হবে না, কারণ তাঁর বাবা ই এস ভেঙ্কটারামাইয়াও ১৯৮৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন।
নয়া দিল্লি: ২০২৭ সালেই সুপ্রিম কোর্ট পেতে পারে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি এনভি রমণের অবসরের পর কে প্রধান বিচারপতি হবেন, তা নিয়ে সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম যে নয়জন বিচারপতির নাম পাঠিয়েছে, তার মধ্যেই রয়েছে বিচারপতি বিভি নাগারাথনা (BV Nagarathna)।
প্রধান বিচারপতি এনভি রমণের নেতৃত্বেই সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম নয় বিচারপতির নাম সুপারিশ করেন। সেই তালিকাতেই বিচারপতি বিভি নাগারাথনার নাম উঠে আসে। বাকি বিচারপতিদের নাম হল বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি এমএম সুন্দ্রেস। বর্তমানে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারাথনার নাম যদি প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হয়, তবে তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন।
২০০৮ সাল থেকেই তিনি কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে তিনি কাজ করছিলেন, দুই বছর পরই তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। বিচারপতি বিভি নাগারাথনা নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করেই চলছেন বললে খুব একটা ভুল হবে না, কারণ তাঁর বাবা ই এস ভেঙ্কটারামাইয়াও ১৯৮৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। বাবার মতোই বিভি নাগারাথনাও প্রধান বিচারপতি রূপে কয়েক মাসের জন্য শীর্ষ আদালতের দায়িত্ব সামলাতে পারেন।
এ দিকে, একা বিচারপতি নাগারাথনাই নন, কলোজিয়ামের তালিকায় রয়েছে আরও দুই মহিলা বিচারপতির নাম। তেলঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহি ও গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বেলা ত্রিবেদীও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
বিগত কয়েক বছর ধরেই দেশের শীর্ষ ন্যায়ালয়ের প্রধান হিসাবে কোনও মহিলাকে বসানোর দাবি উঠেছিল। প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদেও নিজের অবসরের আগে জানিয়েছিলেন, এ বার সময় এসেছে দেশে একজন মহিলা প্রধান বিচারপতি থাকার। তিনি বলেছিলেন, “মহিলাদের আগ্রহের কথাও আমাদের মাথায় রয়েছে এবং আমরা চেষ্টাও করছি সেই স্বপ্ন পূরণ করার। আমরা ভাল কোনও প্রার্থী পেলেই তাঁকে প্রধান বিচারপতির পদে বসানো হবে।” সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণও জানান, বিচারবিভাগের শীর্ষে কোনও মহিলাকে বসানো উচিত।
পাশাপাশি, প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরসিমহাকেও সুপ্রিম কোর্টের বিচারপতি করা হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: কোভ্যাক্সিনের দুটি ডোজ়ের পর কোভিশিল্ড নিতে চেয়েও আবেদন আদালতে, কেন্দ্র বলল…